promotional_ad

টি-টুয়েন্টির লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি- টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।


এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে ব্ল্যাক ক্যাপসরা। এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ মাঠে নেমেছিল তাঁরা। 


যদিও নিউজিল্যান্ড খেলোয়াড়রা এটি সহজভাবেই নিচ্ছে। কেননা দলের অধিকাংশ খেলোয়াড় কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেলর এবং ইশ সোধীসহ অনেকেই আইপিএল ও  সিপিএল সহ বিভিন্ন ফ্রেঞ্চাইজির হয়ে খেলেছিলেন ।


promotional_ad

এছাড়াও, কিছুদিন আগে নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দুবাইতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন স্কোয়াডে থাকা গ্লেন ফিলিপস, কোরি অ্যান্ডারসন এবং মার্ক চ্যাপম্যানের মতো খেলোয়াড়রা। 


তবে এ সিরিজে  তাঁরা পাচ্ছেনা ইনজুরিতে থাকা  নিয়মিত ওপেনার মার্টিন গাপটিল ও দলের প্রধান স্পিনার মিচেল স্যান্টনারকে। তাই ওপেনিং পজিশনে কলিন মুনরোর সাথে দেখা যাবে নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে খেলা গ্লেন ফিলিপসকে। অন্য দিকে স্পিন আক্রমণে নেতৃত্ব দিবেন ইশ সোধি।  


এদিকে পাকিস্তান সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টি টুয়েন্টি সিরিজের স্কোয়াডই রেখে দিয়েছে এই সিরিজে। যেখানে অজিদের বিপক্ষে খেলা শুক্রবারের ম্যাচ থেকে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই পাকিস্তানের আজকের একাদশে। 


ব্যাটিংয়ে দেখা যেতে পারে আগের ম্যাচের সবাইকেই । তবে পেস আক্রমণে বদল আসতে পারে। হাসান আলির সাথে দ্বিতীয় পেসার হিসেবে ওসমান খানের জায়গায় সুযোগ পেতে পারেন শাহিন আফ্রিদি। 


পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ১, বাবর আজম ২, সাহেবজাদা ফারহান ৩, মোহাম্মদ হাফিজ ৪, শোয়েব মালিক ৫ আসিফ আলী ৬, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও অধিনায়ক) ৭, ফাহিম আশরাফ, ৮, ইমাদ ওয়াসিম  ৯, শাদাব খান ১০ হাসান আলী ১১, উসমান খান / শাহীন আফ্রিদি।


নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): ১, কলিন মুনরো, ২, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক) ৩, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ৪, রস টেলর, ৫, মার্ক চ্যাপম্যান, ৬, কোরি অ্যান্ডারসন, ৭, কলিন ডি গ্র্যান্ডহোম, ৮, টিম সাউদি, ৯, ইশ সোধি, ১০, আজজ প্যাটেল, ১১, অ্যাডাম মিলনে /লাকি ফার্গুসন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball