ফুটবলে হ্যাট্রিক করে মাঠে ফিরলেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একটি মোবাইল ফোন কোম্পানির আয়োজিত ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আর ভক্ত সমর্থকদের সঙ্গে খেলায় মাঠে নেমেই হ্যাট্রিক করেছেন সম্প্রতি ক্রিকেট মাঠের বাইরে থাকা সাকিব।
যার ফেরার কথা ছিল ২২ গজের ক্রিকেট দিয়ে, তিনিই ফিটনেস পরীক্ষা দিলেন ফুটবলে! আপাতত মাঠে নামতে পেরেই সন্তুষ্ট সাকিব। বসুন্ধরা আবাসিক এলাকায় ম্যাচ শেষে মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন,
'এটা মজার অভিজ্ঞতা, আর ফুটবলের প্রতি আমার একটা বড় দুর্বলতা আছে সেই ছোট কাল থেকেই। ফুটবল খেলা দেখলে হাত পা একটু... কি বলব (হাসি)। দেখলে আর কি থেমে থাকা যায় না।

'আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফ্যানদের সাথে একটু সময় কাটানো সবসময়ই আলাদা রকমের অভিজ্ঞতা। তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, সবাই এত বেশি সিরিয়াস ছিল মনে হচ্ছিল কেউ না কেউ আবার ইনজুরি পড়ে কিনা। যাই হোক, এই অভিজ্ঞতা সবসময়ই ভাল লাগে।'
একইসঙ্গে আসন্ন উইন্ডিজ সিরিজে মাঠে ফেরার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি। আপাতত, ফিজিওর পরামর্শেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাকিব। তবে মাঠে ফেরার বিষয়ে এখনই নিশ্চয়তা দিচ্ছেন তিনি।
'ফিজিওর সাথে আলোচনা করেছি যে আমরা কোন সময়সীমা রাখব না। যখনই হাত ভালোর দিকে আছে মনে করব, অনুশীলন শুরু করব হয়তো তখন থেকেই। পরের সপ্তাহ থেকে স্ট্রেন্থ অনুশীলন শুরু করতে হবে।
'এরপর যখন উন্নতি হতে থাকবে, ধীরে ধীরে একটার পর একটা, যখন দেখব যে সব দিক থেকেই খেলার ক্ষেত্রে আমার কোন প্রবলেম হচ্ছে না, তখনই আসলে খেলার কথা চিন্তা করব। তার আগ পর্যন্ত আমিও খেলতে চাইব না, সেও আমাকে দিবে না।'
তবে পুনরায় হাতের ঘা দেখা দিলে আবারও ক্রিকেট থেকে ছিটকে যেতে পারেন তিনি। 'এমনও হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকে খেলতে পারি, সেকেন্ড টেস্টেও খেলতে পারি। হতে পারে ওয়ানডে পর্যন্তও না খেলতে পারি। বাট আমি আবারো বলছি, উন্নতি যেভাবে হচ্ছে সেই অনুযায়ী খুব বেশি সময় লাগার কথা না।'