promotional_ad

দুবাইয়ে খেলার অনুমতিতে সাকিবের স্বস্তি

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে চান টাইগারদের হয়ে। বিসিবি অনাপত্তিপত্র দেওয়ায় ফিটনেস ঠিক রাখতে এর আগেই ইউএই টি-টুয়েন্টিএক্স আসরে খেলার অপেক্ষায় আছেন। 


মঙ্গলবার রাতে মিডিয়ার সামনে সাকিব জানান, 'অবশ্যই স্বস্তির (বিসিবি অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি)। ভাল দিক হচ্ছে যদি ওই সময়ের আগে আগে ফিট হতে পারি, যদি কিছু ম্যাচ খেলতে পারি, ওই ম্যাচ গুলোও যদি খেলতে পারি, তাহলে ভাল প্রস্তুতি হবে। 



promotional_ad

'প্রস্তুতিকেই গুরুত্ব দিচ্ছি, যেহেতু খুব বড় একটা ইনজুরি থেকে এখন ভালোর পথে। এই খেলাগুলো আমার দরকার। না খেলার কারণে আমার বেশ বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। পুরো ফুল রিদমের আসার জন্য আমার এই খেলা গুলো খুবই গুরুত্বপূর্ণ।'


একইদিনে উইন্ডিজ সফরে খেলার জোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও ইনজুরিকে গুরুত্ব দিচ্ছেন সমানভাবেই। আঙুলের ঘা বর্তমানে যে অবস্থায় তাতে খেলতে পারবেন বলেই মনে হল সাকিবের কথায়,


'মাঠে ফেরার কোন সময়সীমা নেই। যদি ফিরতে পারি তাহলে ভাল লাগবে। আশা তো থাকবেই যেন ফিরতে পারি। এখনই বলা মুশকিল যে আমি খেলব, এই গ্যারান্টি আসলে নেই। তবে যেভাবে উন্নতি হচ্ছে, তাতে সম্ভাবনা আছে।'



উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে গিয়ে আঙুলে আঘাত প্রাপ্ত হন সাকিব। এরপরে নিদাহাস ট্রফি থেকে নিয়মিতই খেলেছেন দেশের হয়ে। তবে শেষবারের এশিয়া কাপের মাঝামাঝি সময়ে আঙুলের ঘা অসহনীয় পর্যায়ে গেলে আবারও খেলা থেকে ছিটকে পড়েন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball