সাকিবের অনুপস্থিতি মিরাজ-তাইজুলদের বড় সুযোগ

ছবি: বাংলাদেশ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব থাকলে তিন ফরম্যাটেই বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্ব দেন তিনি। তবে এবার ইনজুরির কারণে সাকিব নেই। তাই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি তাকিয়ে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দিকে।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে যোশি জানিয়েছেন সাকিবের অনুপস্থিতি তাইজুল-মিরাজদের মেলে ধরার দারুণ একটি সুযোগ। তাছাড়া দলের অন্য খেলোয়াড়রাও এই সুযোগটি লুফে নিতে পারে বলে মনে করেন তিনি।

“আমি মনে করি টেস্ট ম্যাচ ভিন্ন ঘরানার খেলা। এটা ধৈর্যের পরীক্ষা, চরিত্রের পরীক্ষা, স্কিলের পরীক্ষা। আমি জানি আমরা সবাই সাকিবকে মিস করবো। বাংলাদেশের জন্য সে গ্রেট ক্রিকেটার ও দারুণ নেতা। এটা তাইজুল ও মিরাজের মেলে ধরার জন্য দারুণ একটি সুযোগ। এটি তাদের দায়িত্ব নেয়ার ও দলের জন্য ভালো কিছু করারও সুযোগ। দলে আরও অনেক প্রতিভাবান আছে।"
সাদা পোষাকের ক্রিকেটে বাংলাদেশ দলে প্রায় নিয়মিত মুখ তাইজুল ইসলাম। ১৯ টেস্টে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৬৯টি উইকেট। ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করলেও বাংলাদেশের হয়ে মাত্র ৪ টি ম্যাচ খেলেছেন তিনি রঙিন পোষাকে।
একটি মাত্র ফরম্যাট খেলেও যেভাবে নিজের লাইন-লেন্থের ভারসাম্য বজায় রেখে চলেছেন তাইজুল, তাতে দারুন মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ যোশি। টেস্টের জন্য তাইজুলকে যোগ্য একজন স্পিনার মনে করেন তিনি।
"তাইজুল বেশ ধারাবাহিক। বছরখানেক ধরে ওকে দেখছি, খুবই সফল হয়েছে টেস্ট ক্রিকেটে। একটি সংস্করণ খেললেও ও বেশ ধারাবাহিক। টানা এক জায়গায় বল করে যেতে পারে। টেস্ট ক্রিকেটে যা দরকার, ধৈর্যের পরীক্ষা, চরিত্রের পরীক্ষা।"