ওয়ার্নারকে রুটের আগাম বার্তা

ছবি: জো রুট ও ডেভিড ওয়ার্নার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অধিনায়ক জো রুট অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আগাম হুমকি দিয়ে রেখেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কান্ডের পর অস্ট্রেলিয়া দলের প্রতি ক্রিকেট বিশ্বের সম্মানের জায়গা নড়বড়ে হয়ে গেছে।
চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসলে অজি দলের ক্রিকেটারদের ইংলিশ সমর্থকদের কটু কথা শুনতে হবে। সম্প্রতি ডেভিড ওয়ার্নার সহ বাকি অস্ট্রেলিয়ানদের সতর্ক করে দিয়ে জো রুট বলেছেন,

'আমি নিশ্চিত তিনি নিজেকে প্রস্তুত করছেন, ইংলিশ সমর্থকদের তৈরি প্রতিকূল পরিবেশের জন্য। আমি চাই না কেউই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাক। কিন্তু সময় বলে দিবে কি হবে।'
বল টেম্পারিং এর ঘটনার পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ না খেললেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সফর করেছিল অজিরা। টিম পেইনের দলকে সহজেই হারিয়েছিল ইংলিশরা।
ওয়ানডে সিরিজ চলাকালীন সময়েই ইংলিশ দর্শকদের কটূক্তি সহ্য করেছিল ভঙ্গুর অস্ট্রেলিয়া দল। আগামী বছর ২০১৯ বিশ্বকাপের পর আবারও অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া।
নিশ্চিত করে বলা চলে, ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ঘরের মাঠে ইংলিশ দর্শকদের সরব উপস্থিতি অস্ট্রেলিয়ানদের সফর কঠিন করে তুলবে।