সেরা পাঁচে বাংলাদেশীরাই

ছবি: রিয়াদ, তামিম, মুশফিক ও সাকিব

|| ডেস্ক রিপোর্ট ||
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসর। প্রতিবারের মতো এই আসরেও পাদপ্রদীপের আলোয় থাকবেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
কেননা খুলনা টাইটান্সের হয়ে খেলা রিয়াদ এখন পর্যন্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৬৩টি বিপিএল ম্যাচে ২৭.৪৫ গড়ে ১৪০০ রান সংগ্রহ করেছেন রিয়াদ।
যেখানে তাঁর সেরা ইনিংসটি ছিল ৬২ রানের এবং অর্ধশতক সংখ্যা ৭টি। বিপিএলে বরিশাল বুলস, চিটাগাং কিংস এবং খুলনা টাইটান্সের হয়ে খেলেছে এই অলরাউন্ডার।

মাহমুদুল্লাহর পর তালিকার দ্বিতীয়তে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৩৪.৮২ গড়ে ১৩৫৮ রান। চিটাগাং কিংস, ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই ওপেনারের অর্ধশতক রয়েছে ১৪টি।
এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান তিনটিও দখলে রেখেছেন দুই জন বাংলাদেশী ব্যাটসম্যান। বরিশাল বুলস, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, সিলেট রয়্যালস এবং সিলেট সুপার স্টার্সের হয়ে খেলা মুশফিকুর রহিম রয়েছেন তিন নম্বরে। বিপিএলে মোট ৫৮টি ম্যাচে ৩২.৩০ গড়ে তাঁর সংগ্রহ ১৩৫৭ রান। তাঁর ঝুলিতে আছে ৮টি অর্ধশতক।
৬১টি ম্যাচে ২৬.২৬ গড়ে ১১৮২ রান করা সাকিব আল হাসান রয়েছেন চতুর্থ অবস্থানে। তাঁর অর্ধশতক সংখ্যা মোট তিনটি। এখন পর্যন্ত ঢাকা ডাইনামাইটস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি।
৫৪ ম্যাচে ১১৪৯ রান নিয়ে পঞ্চমে আছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। মোট তিনটি ফ্র্যাঞ্চাইজির (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং সিলেট রয়্যালস) হয়ে খেলা এই ব্যাটসম্যান রান করেছেন ২২.৯৮ গড়ে। রয়েছে ৪টি অর্ধশতক।
বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান-
ব্যাটসম্যান | সময়কাল | দলের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | রান সংখ্যা | গড় | সেরা ইনিংস | অর্ধশতক সংখ্যা |
মাহমুদুল্লাহ রিয়াদ | ২০১২-২০১৭ | বরিশাল বুলস, চিটাগাং কিংস এবং খুলনা টাইটান্স | ৬৩ | ৫৯ | ১৪০০ | ২৭.৪৫ | ৬২ | ৭ |
তামিম ইকবাল | ২০১২-২০১৭ | চিটাগাং কিংস, ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুরন্ত রাজশাহী | ৪৪ | ৪৩ | ১৩৫৮ | ৩৪.৮২ | ৭৫ | ১৪ |
মুশফিকুর রহিম | ২০১২-২০১৭ | বরিশাল বুলস, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, সিলেট রয়্যালস এবং সিলেট সুপার স্টার্স | ৫৮ | ৫৪ | ১৩৫৭ | ৩২.৩০ | ৮৬ | ৮ |
সাকিব আল হাসান | ২০১২-২০১৭ | ঢাকা ডাইনামাইটস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস এবং রংপুর রাইডার্স | ৬১ | ৬০ | ১১৮২ | ২৬.২৬ | ৮৬* | ৩ |
ইমরুল কায়েস | ২০১২-২০১৭ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং সিলেট রয়্যালস | ৫৪ | ৫৪ | ১১৪৯ | ২২.৯৮ | ৬৭ | ৪ |