promotional_ad

আরব আমিরাতে খেলার অনুমতি পাচ্ছেন সাকিব?

সাকিব আল হাসান, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি টুয়েন্টি লীগে খেলার জন্য এখনও অনুমতি পান নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


তবে ইনজুরির পরবর্তী রিপোর্ট ইতিবাচক হলে তাঁকে অনাপত্তিপত্র দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।  


বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা সাকিবের আঙ্গুলের অবস্থা অনেকটাই উন্নতির পথে। চিকিৎসকদের এবং সাকিবের দেয়া তথ্যমতে এখন নাকি হাতে তেমন ব্যাথাও নেই তাঁর। সুতরাং মেডিক্যালি ফিট থাকলে মাঠে নামতে বাঁধা থাকছে না সাকিবের। আকরাম খান তাই বলছিলেন, 



promotional_ad

'মেডিকেল প্রতিবেদন দিবে, সেটা ইতিবাচক হলে তাকে আমরা এনওসি দিয়ে দিচ্ছি। এক বছরের মধ্যে সাকিব অস্ত্রোপচার  করতে পারবে না। আপাতত ব্যথাও নেই। মেডিক্যালি যদি সে ফিট থাকে, তাহলে খেলতে পারবে।' 


আকরাম খানের বিশ্বাস আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ইনজুরি কাটিয়ে ফিরবেন সাকিব এবং তামিম উভয়ই। সিরিজের কয়েকটি ম্যাচে অন্তত তাঁদের পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন বিসিবির এই কর্মকর্তা, 


'ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো তাঁদেরকে (সাকিব, তামিম) পাবো। এমনই আশা করছি। হয়তো শুরু থেকেই পাবো না, তবে আশা করছি পাবো,' বলেন সাবেক এই টাইগার অধিনায়ক। 


কয়েকদিন আগে ১৯শে ডিসেম্বর থেকে শুরু হতে হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টুয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য এনওসির আবেদন করেছিলেন সাকিব। মূলত নিজেকে ফিট রাখতেই খেলার মধ্যে থাকতে চেয়েছিলেন তিনি। সেসময় টাইগার অলরাউন্ডার বলেছিলেন, 



‘আমি যত দ্রুত পারি ফিটনেস ফিরে পেতে চাই। আমি সব দুয়ারই খোলা রাখতে চাই যাতে করে প্রথম যেই সুযোগ আসুক সেটা লুফে নিতে পারি।' 


তবে সাকিবের এই আবেদনে তখন সাড়া দেয়নি ক্রিকেট বোর্ড। এবার আকরাম খান নিজেই জানালেন মেডিক্যাল রিপোর্টের ওপর ভিত্তি করেই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তাঁরা। 


উল্লেখ্য ডিসেম্বরের ১৯ তারিখ আরম্ভ হয়ে ১১ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউএই টি টুয়েন্টি এক্স নামক এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি টুয়েন্টি লীগটি। এখানে খেলবে মোট পাঁচটি দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball