কুমিল্লার অংশ হতে পেরে আমি গর্বিত- ডওসন

ছবি: লিয়াম ডওসন, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডওসন। তবে ষষ্ঠ আসরে তাঁকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটি।
এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন ডওসন। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন কুমিল্লার হয়ে খেলার সুযোগ পাওয়ায় বেশ আনন্দিত তিনি। টুইট বার্তায় এই ইংলিশ ম্যান লিখেছেন,
'বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ হতে পেরে আমি গর্বিত। জয়ের জন্যই খেলব।'

Elated to be part of the @ComillaV Victorians in BPL Season 6. In it to win it for #ComillaVictorians.#BPL #Season6 #PlayerDraft #WinOrWin
— Liam Dawson (@daws128) October 28, 2018
টি টুয়েন্টি ফরম্যাটে যথেষ্ট অভিজ্ঞ একটি নাম লিয়াম ডওসন। এখন পর্যন্ত সবমিলিয়ে মোট ১৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ১৮.৯৮ গড়ে ১৪০৫ রান। রয়েছে ৪টি অর্ধশতকও। অপরদিকে বল হাতে তাঁর শিকার ১০১টি উইকেট।
উল্লেখ্য এবারের বিপিএলে তারকা বহুল দলই গড়েছে। দলটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডওসন ছাড়া আরও আছেন শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, এভিন লুইসদের মত তারকা ক্রিকেটাররা। আর দেশি ক্রিকেটারদের মধ্যে তামিম, ইমরুল, বিজয়রা তো আছেনই।
কুমিল্লার বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার ওয়াকার সালামখেল ও আমির ইয়ামিন।
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহিদ, সামসুর রহমান ও সঞ্জিত সাহা।