রোহিত-রায়ুডুর জোড়া সেঞ্চুরিতে এগিয়ে গেল ভারত

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে রোহিত শর্মা এবং আম্বাতি রায়ুডুর জোড়া সেঞ্চুরিতে ২২৪ রানের বড় ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত।
টানা তিন ম্যাচে সেঞ্চুরির পরে মুম্বাইতে এদিনে মাত্র ১৬ রানে ফিরে গিয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তিনি উইকেটে আসার আগেই অবশ্য ৭১ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারত।
শিখর ধাওয়ান ফিরেছেন ৪০ বলে ৩৮ রান করে। তবে ১০১ রানে দুই উইকেট হারানো ভারত দলীয় ৩৭৭ রানে পৌঁছেছে রোহিত এবং রায়ুডুর ২১১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ভর করে।

বিশটি চার ও চারটি ছক্কায় ভারতীয় সহ অধিনায়ক রোহিত এদিনে করেন ১৩৭ বলে ১৬২ রান। এছাড়া চার নম্বরে 'পরীক্ষায়' রায়ুডু ৮১ বলে আটটি চার ও চারটি ছয়ের সহায়তায় ১০০ রান করে রানআউট হয়ে ফেরেন।
শেষপর্যন্ত ৫০ ওভারে ভারত করে পাঁচ উইকেট হারিয়ে ৩৭৭ রান। উইন্ডিজের হয়ে দুটি উইকেট লাভ করেন কিমার রোচ। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ।
বড় কোন জুটি গড়তে না পেরে ৩৬.২ ওভারে ১৫৩ রানে অলআউট হয় তাঁরা। কেবল একদিকে অপরাজিত থেকে যান ৫৪ রান করা জেসন হোল্ডার। অধিনায়ককে সঙ্গ দেওয়ার কেউই ছিল না এদিনে।
ভারতীয়দের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ এবং লেগস্পিনার কুলদিপ যাদব। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরের প্রথম দিন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ভারত
ভারতঃ- ৩৭৭/৫ (৫০ ওভার)
(রোহিত ১৬২, রায়ুডু ১০০; রোচ ২/৭৪)
উইন্ডিজঃ- ১৫৩ (৩৬.২ ওভার)
(হোল্ডার ৫৪*; খলিল ৩/১৩, কুলদিপ ৩/৪২)
ফলাফলঃ- ভারত ২২৪ রানে জয়ী।
সিরিজঃ- পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ ওয়ানডে শেষে ভারত ২, উইন্ডিজ ১।