বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাঁধা

ছবি: জিম্বাবুয়ে দল

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট সিরিজের আগে জিম্বাবুয়ে দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। ফলে মাঠে নামতে পারেনি জিম্বাবুয়ে ও বিসিবি একাদশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল।
ওয়ানডে সিরিজের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে দল ২ ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায়। টেস্ট সিরিজের আগে নিজেদের তৈরি করার একমাত্র সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতিতেও এবার বাঁধা দিল বেরসিক বৃষ্টি।
এদিকে, প্রস্তুতি ম্যাচের জন্য কয়েকদিন আগেই ১২ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার শাহাদাত হোসেন। মূলত জাতীয় লিগে দারুণ খেলে তিনি বিসিবি একাদশে জায়গা করে নিয়েছেন।

এনসিএলের এবারের আসরের প্রথম রাউন্ডে ৮ উইকেট নেওয়া শাহাদাত দেশের হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৫ সালে। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের পেস বোলিং আক্রমণে শাহাদাতকে সঙ্গ দেবেন রুবেল হোসেন, এবাদত হোসেন ও আবু হায়দার রনি।
বিসিবি একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দলে অলরাউন্ডারের ভূমিকায় আছেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন আরিফুল হক।
নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, জাকির হাসানের মতো তরুণরাও ডাক পেয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে। ওয়ানডেতে নিজের প্রথম দুই ইনিংসে শূন্য রানে ফেরা ফজলে মাহমুদ রাব্বিকেও রাখা হয়েছে এই দলে। আছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে যাওয়া মিজানুর রহমানও।
বিসিবি একাদশঃ- ফজলে মাহমুদ রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন, শাহাদাত হোসেন।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াডঃ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, জন নিম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপফু।