শেষ মুহূর্তে জিম্বাবুয়ে দলে পরিবর্তন

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ছেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভা। তাঁর জায়গায় দলে জায়গা করে নিয়েছেন ক্রিস্টোফার এমপফু।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এনগারাভা সিরিজের শেষ ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হন। একারণেই টেস্ট সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে।

জিম্বাবুয়ে দলের ফিজিও মিডিয়াকে জানিয়েছেন, 'এনগারাভা শেষ ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হয়েছে। টেস্ট সিরিজের আগে তাঁর ইনজুরি সারিয়ে তোলা সম্ভব না।'
দলের নির্বাচক ওয়াল্টার চাগুতা মিডিয়াকে জানান, 'এনগারাভা জিম্বাবুয়ের দলে ভালভাবেই বিবেচিত হয়ে আসছিল। টেস্ট সিরিজে সে সুযোগের অপেক্ষায় ছিল। তাঁর জায়গায় এমপফুকে রাখছি। সে আগেও বাংলাদেশ সফর করেছে। সেখানকার পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারবে।'
সোমবার দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ৩ই নভেম্বর, সিলেটে।
পরের টেস্ট ম্যাচটি ১১ই নভেম্বর, ঢাকায়। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের পরিবর্তিত টেস্ট স্কোয়াডঃ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, জন নিম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপফু।