promotional_ad

গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন জাদেজা?

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ২৯ অক্টোবর (সোমবার) মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 


এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের মধ্যে একটি করে জয় পেয়েছে দু'দল। অন্য ম্যাচটি দারুণ খেলে টাই করেছিল ক্যারিবিয়ানরা। টেস্ট সিরিজে ভারতের কাছে পাত্তা না পেলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে উইন্ডিজ। 


প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে আট উইকেটে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে এসে জ্বলক দেখায় উইন্ডিজ। সেই ম্যাচে ভারতের ছুঁড়ে দেয়া ৩২১ লক্ষ্যে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস টাই নিয়ে মাঠ ছাড়ে জেসন হোল্ডারের দল। 


promotional_ad

অল্পের জন্য হার এড়ায় কোহলিরা। তবে সেই ম্যাচে হার এড়াতে পারলেও তৃতীয় ম্যাচে এসে আর মুক্তি পায়নি ভারত। অধিনায়ক ভিরাট কোহলির টানা তৃতীয় সেঞ্চুরির রেকর্ডের দিনা হারতে হয় ৪৩ রানে । ওয়েস্ট ইন্ডিজের করা ২৮৩ রানের লক্ষে ২৪০ রানের বেশি করতে পারেনি ভারত। 


এই ম্যাচের আগে প্রথম দুই ওয়ানডেতে ধকল খাওয়া ভারত তাদের বোলিং লাইনআপকে আরও শক্তিশালী করতে দলে নিয়েছে দুই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহকে। 


তবে এদিন বোলিং নয় বরং ব্যাটিংয়ে সুবিধে করতে পারেনি ভারত। এক ভিরাট কোহলি ছাড়া অন্য কোন ব্যাটসম্যান নিজেদের মেলে ধরতে পারেনি। 


তাই সিরিজে দুই দলই চাইবে  চতুর্থ ওয়ানডেতে  জিতে এগিয়ে যেতে। এদিকে চতুর্থ ওয়ানডে দলে ভারতীয় একাদশে যুবেন্দ্র চাহালের পরিবর্তে দেখা যেতে পারে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। 


আগের ম্যাচে খেলেননি ভারতীয় এই অলরাউন্ডার। সেই ম্যাচে উপযুক্ত ফিনিশিংয়ের অভাবেই হেরেছে ভারত। তবে জয় পাওয়া উইন্ডিজরা তাঁদের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনা রয়েছে।


ভারত একাদশ (সম্ভাব্য)- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রাইডু, রিশাভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), যুবেন্দ্র চাহাল/ রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য)- চন্দরপল হেমরাজ, কাইরন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মারলন স্যামুয়েলস, রভম্যান পাওয়েল, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, ওবেদ ম্যাককয়, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball