লেগস্পিনের কাছেই হেরে গেল শ্রীলংকা

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পরে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও জিতল ইংল্যান্ড। কলম্বোতে স্বাগতিক শ্রীলংকাকে ৩০ রানের ব্যবধানে হারিয়েছে তাঁরা।
টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করেছে আট উইকেট হারিয়ে ১৮৭ রান। ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে এদিনে আসে ৩৬ বলে ৬৯ রানের (চারটি চার ও ছয়টি ছক্কা) দুর্দান্ত এক ইনিংস।

এছাড়া ১১ বলে একটি চার ও তিনটি ছক্কায় ২৭ রান করেছেন মঈন আলী। ২৬ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। বড় কোন জুটি না হলেও লোয়ার মিডল অর্ডারের প্রচেষ্টায় চ্যালেঞ্জিং সংগ্রহ করে ইংল্যান্ড।
লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা এবং আমিলা আপন্সো। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুই ইংলিশ লেগস্পিনার জো ডেনলি এবং আদিল রাশিদের তোপের মুখে পড়ে শ্রীলংকা।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয় তাঁরা। জো ডেনলি চারটি এবং আদিল রশিদ তিনটি উইকেট নিয়েছেন।
লঙ্কানদের হয়ে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। ৩১ ভলে একটি চার আর ছয়টি ছক্কায় ৫৭ রান করেছেন তিনি। তবে সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারেননি তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- শ্রীলংকা
ইংল্যান্ডঃ- ১৮৭/৮ (২০ ওভার)
(রয় ৬৯, মঈন ২৭; আপন্সো ২/২৯)
শ্রীলংকাঃ- ১৫৭ (২০ ওভার)
(পেরেরা ৫৭, চান্দিমাল ২৬; ডেনলি ৪/১৯, রাশিদ ৩/১১)
ফলাফলঃ- ইংল্যান্ড ৩০ রানে জয়ী।
সিরিজঃ- ইংল্যান্ড ০-১ ব্যবধানে জয়ী।