কোহলির টানা তৃতীয় সেঞ্চুরিও জেতাতে পারেনি ভারতকে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক ভিরাট কোহলির টানা তৃতীয় সেঞ্চুরি স্মরণ করে রাখতে পারলো না ভারত। পুনেতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজের কাছে ৪৩ রানে হেরেছে তাঁরা।
টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে সফরকারী উইন্ডিজ। রান তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে ২৪০ রানেই অলআউট হয় ভারতীয়রা।
উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৯৫ রান (ছয়টি চার ও তিনটি ছয়ে) করেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ। শিমরন হ্যাটমিয়ার করেন ৩৭ রান এবং অধিনায়ক জেসন হোল্ডার করেন ৩২ রান।
শেষদিকে ২২ বলে ৪০ রানের (চারটি চার ও দুটি ছক্কায়) ক্যামিও খেলেন অ্যাশলে নার্স। ভারতীয়দের হয়ে এদিনে চারটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। দুটি উইকেট নিয়েছেন কুলদিপ যাদব।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। কেবল একপাশ আগলে রাখেন অধিনায়ক কোহলি।
দেখে শুনে খেলতে খেলতে ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। এছাড়া প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিনটি সেঞ্চুরির রেকর্ডটি গড়েছেন তিনি।
দশটি চার ও একটি ছয়ে ১০৭ রানের একটি ইনিংস খেলে মারলন স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন কোহলি। কোহলি ছাড়া এদিনে দাঁড়াতেই পারেননি অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানরা।
রোহিত শর্মা ৮, শিখর ধাওয়ান ৩৫, আম্বাতি রায়ুডু ২২, রিশভ পান্ত ২৪ এবং মহেন্দ্র সিং ধোনি করেছেন ৭ রান। শেষমেশ ২৪০ রানেই থামে ভারতীয় দের ইনিংস।
উইন্ডিজের হয়ে ১২ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন মারলন স্যামুয়েলস। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন অ্যাশলে নার্স, জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ভারত
উইন্ডিজঃ- ২৮৩/৯ (৫০ ওভার)
(হোপ ৯৫, নার্স ৪০, হ্যাটমিয়ার ৩৭; বুমরাহ ৪/৩৫)
ভারতঃ- ২৪০ (৪৭.৪ ওভার)
(কোহলি ১০৭, ধাওয়ান ৩৫; স্যামুয়েলস ৩/১২)
ফলাফলঃ- উইন্ডিজ ৪৩ রানে জয়ী
সিরিজঃ- পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে দুই দল ১-১ সমতা।