promotional_ad

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তৃতীয় ও শেষ টি টুয়েন্টি ম্যাচে রবিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে সফরকারী অস্ট্রেলিয়া। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচটি।


এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে অবশ্য সিরিজ নিজেদের করে নিয়েছে সরফরাজ আহমেদের দল। এই কারণে শেষ ম্যাচটি অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই বিবেচিত হচ্ছে তাদের কাছে। তবে অজিরা চাইবে অন্তত এক ম্যাচে জয় দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে।   


সিরিজের প্রথম টি টুয়েন্টিতে বড় হার দিয়েই এর আগে সিরিজ শুরু করেছিল সফরকারী অজিরা। সেই ম্যাচে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা।


সেই ধকল থেকে দ্বিতীয় ম্যাচেও বের হয়ে আসতে পারেনি অ্যারন ফিঞ্চের দল। পরাজিত হতে হয়েছে ১১ রানের ব্যবধানে। সেই সঙ্গে খোয়াতে হয়েছে সিরিজও। অবশ্য শুধু টি টুয়েন্টি সিরিজই নয়, এর আগে টেস্ট সিরিজেও পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। 


promotional_ad

দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র করার পর শেষ টেস্টে সেই পারফর্মেন্স ধরে রাখতে ব্যর্থ হয় অজিরা। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে লড়াই করার কোনও সুযোগই দেয়নি পাকিস্তান। সেই ম্যাচে ৩৭৩ রানের বড় হার হজম করতে হয়েছিল অজিদের। 


অস্ট্রেলিয়া শিবিরে মূলত সমস্যাটা হল ব্যাটিং নিয়ে। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন দলের ব্যাটসম্যানেরা ঘুরে ফিরে স্কোয়াডের সব ব্যাটসম্যানকে বাজিয়ে দেখলেও সফলতার মুখ দেখেনি তারা। তাই শেষ টি টুয়েন্টিতেও ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই অজিদের সামনে।


তবে বোলিং ডিপাটমেন্টে এর আগের দুই ম্যাচে খরুচে বল করা অ্যান্ড্রু টাই এর বদলে দলে দেখা যেতে পারে মিচেল স্টার্ককে। অন্যদিকে পাকিস্তান তাদের উইনিং কম্বিনেশনে ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে। সেক্ষেত্রে তাঁরা দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই খেলবে বলে ধারণা করা হচ্ছে।


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য) 


অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি আর্কি শর্ট, ক্রিস লিন, বেন ম্যাকডারমট , মিচেল মার্শ, গ্ল্যান ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার নাইল, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক/ এন্ড্রু টাই, বিলি স্ট্যানলেকে।  


পাকিস্তান একাদশ (সম্ভাব্য)-  


ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শোয়েব মালিক , ফাহিম আশরাফ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক)), শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহেন শাহ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball