স্লেজিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়তে বসেছিলেন ওয়ার্নার

ছবি: মাঠ ছাড়ছেন ওয়ার্নার

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে একটি ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে। এদিন সিডনি গ্রেড ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন সময়ে স্লেজিংয়ের শিকার হয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
র্যান্ডউইক-পিটারর্সহ্যাম হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ওপেনার ওয়েস্টার্ন সাবার্বসের বিপক্ষে ব্যাট করতে নামার ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটে অপ্রত্যাশিত এই ঘটনা। এদিন অ্যাশফিল্ডের প্রাট্টেন পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমেছিল ওয়ার্নারের দল র্যান্ডউইক পিটারর্সহ্যাম।

পরবর্তীতে ওপেনিংয়ে নেমে ওয়ার্নার ব্যাট হাতে ৩০ রান করার পরই শুরু হয় মূল ঘটনা। সেসময় তাঁকে স্লেজিং করেন প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়। এরপরই মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আম্পায়ারকে জানিয়ে মাঠের বাইরে চলে যান তিনি।
ওয়ার্নার চলে যাওয়ার পর কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে। অবশ্য পরে মাঠে উপস্থিত কিছু দর্শক এবং সতীর্থদের অনুরোধে কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরে আসেন বামহাতি এই মারকুটে ব্যাটসম্যান।
কিন্তু এখানে সাময়িক কিছু বিভ্রান্তি রয়েছে কারণ একবার একজন ব্যাটসম্যান খেলার মাঠ ছেড়ে চলে গেলে সে ক্রিজে ফিরে আসতে পারে না যদি সে আহত না হয়ে থাকেন।
তবে এই পরিস্থিতিতে ওয়েস্টার্ন সাবার্বস দলের খেলোয়াড়রা তাকে মাঠে আসার অনুমতি দেয় কেননা ওয়ার্নারকে এভাবে ফিরতে দিতে চাননি তারা। এরপর মাঠে ফিরেই ওয়ার্নার হাঁকান দুর্দান্ত এক শতক।
উল্লেখ্য বল বিকৃতির ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১২ মাসের নিষেধাজ্ঞায় পড়া এই ওয়ার্নার গত সেপ্টেম্বর থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন।