promotional_ad

সালাউদ্দিনের ছোঁয়ায় বদলে যাওয়া সৌম্য

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট  ||


এশিয়া কাপের আগে টাইগার ওপেনার সৌম্য সরকার যখন নিজেকে হারিয়ে খুঁজছেন তখনই তাঁকে আশার পথ দেখিয়েছেন বিসিবি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সৌম্যের সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন হাতে ধরে। 


"আমার কাছে মনে হয় সৌম্যর কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমার মনে হয় না তাঁর কোন মানসিক সমস্যা আছে। তাঁর খেলার ধরন এক একদিন একেক রকম হত, যদি তাঁর মানসিক সমস্যা থাকত। যেহেতু সে বিশেষ কিছু বলে বার বার আউট হচ্ছে, সেহেতু এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, আর কিছু না। 


"এটা ঠিক করা খুব বেশি সমস্যা হবে না। আর ইদানিং খেলা নিয়ে সে অনেক বেশি চিন্তা করে। কিভাবে এইসব ব্যাপারে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবছে। আমার মনে হয় এটা খুব দ্রুতই সমাধান করা যাবে এবং সে খুব ভাল ভাবেই ফিরবে।"



promotional_ad

এশিয়া কাপের আগ মুহূর্তে সৌম্যকে নিয়ে মিডিয়ার সামনে এমনটাই জানাচ্ছিলেন দেশের অসংখ্য ক্রিকেটারের অভিভাবক সালাউদ্দিন। ঠিক কোন ধরণের শট খেলতে গিয়ে সৌম্য আউট হচ্ছে তা নিয়েও কথা বলেছেন দেশের অন্যতম সেরা এই কোচ।  


"প্রায় সময় দেখা যায় নতুন বলে বের হয়ে যাওয়া বলে স্লিপে আউট হচ্ছে। অফ স্পিনে মাঝে মাঝে আউট হচ্ছে। এই দুইটা বলেই বেশীরভাগ আউট হচ্ছে। মিড উইকেট ও লং অনেও আউট হতে দেখা যায়। আপনি তাঁর পুরো খেলাটা অ্যানালাইসিস করলে দেখবেন, এই কয়টাই আউট হয় সে। 


"এটা আসলে টেকনিক্যাল সমস্যা, সে কোন দিকে মারতে যাচ্ছে সেটা নিশ্চিত না। এগুলো ধরতে পারা সহজ। তাঁর আউটের ধরন দেখলে বুঝা যায়, এগুলো ঠিক করার খুব কঠিন কিছু না। টেকনিক্যাল সমস্যা গুলো একটু ঠিক করলেই সে আরও ভাল ব্যাটসম্যানে পরিনত হবে।"


এদিকে সৌম্যের সঙ্গে তাঁর দুর্বলতা নিয়ে কাজও করেছেন সালাউদ্দিন। আর তাঁদের দুজনের প্রচেষ্টায় ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সৌম্য। গত কয়েকমাস টানা রান পেতে পেতে এবার সেঞ্চুরির দেখাও পেলেন তিনি। 



যদিও এখনও পুরোপুরি সমস্যা কাটেনি সৌম্যের। আর তাই এখনও গুরুর দেখিয়ে দেওয়া সমস্যার দিকে নজর রাখছেন সৌম্য। নিয়মিতই অনুশীলন করছেন সালাউদ্দিনের পরামর্শ অনুযায়ী। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে গণমাধ্যমে জানান,


"না তেমন কিছু না। শুধু ছোট কয়েকটি জিনিস নিয়ে কাজ করেছি, ওইগুলো নিয়ে যে কাজ শেষ হয়েছে সেটাও বলবো না। ১০ দিনের সেশনে তেমন কিছু বদলে ফেলা যায় না। 


"ম্যাচের মধ্যে তো স্বাভাবিক থাকি, অনুশীলনে গেলে সেইসব দিক নিয়ে এখনও অনুশীলন করছি। এখনও ওই জিনিস গুলো কাজে লাগাতে সময় লাগবে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball