সৌম্যের 'সাময়িক' আক্ষেপ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এনসিএলের সাম্প্রতিক পারফর্???েন্স এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির কারণেই সিরিজের তৃতীয় ম্যাচে খেললেন সৌম্য সরকার, আবারও করলেন সেঞ্চুরি। সিরিজের বাকী দুই ম্যাচ না খেলার কারণে আফসোসই করতে পারেন তিনি!
'এটা মনে হয়েছে যেদিন আমি অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। দিন শেষ খেলার পর যখন খুলনা ফিরছিলাম, তখন এই চিন্তা এসেছিল। তিনটা ম্যাচ যদি খেলার সুযোগ পেতাম, তাহলে নিজেকে মেলে ধরার, প্রমান করা একটা ভাল সুযোগ পেতাম।

'এমন একটু মনে হয়েছিল। তবে শেষ ম্যাচ যখন ডাক পড়ল, তখন খুশি হয়েছিলাম। মনে হয়েছিল, না, একটা সুযোগ এসেছে, দেখি কাজে লাগাতে পারি কিনা।'; ম্যাচ শেষে গণমাধ্যমকে জানিয়েছেন সৌম্য।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন টাইগার ওপেনার সৌম্য। সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে সেঞ্চুরি করে ফর্মে ফেরার চূড়ান্ত উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। হঠাৎ করে এই সিরিজে সুযোগ পাওয়ার পর চেষ্টা করেছেন যতটুকু নির্ভার থাকা যায়, সেভাবেই খেলতে।
'আজ আসলেই আমার কোন কিছু ছিল না। আমি চিন্তা করেছি, আজ যদি খারাপ খেলি হয়তো খারাপই হবে। খারাপই যাচ্ছিল, আজও যেতে পারত। ওই জিনিস নিয়ে ভাবি নি, খারাপ যাচ্ছে, আরেকটা ম্যাচ যাবে, এইতো, সমস্যা নেই।
'আরও কিছু কথা বাড়বে, সমস্যা কি আর হবে। চিন্তা করেছি নিজে নিজের খেলাটা খেলি, ভাল হলে বাহবা দিবে, খারাপ হলে সবাই খারাপ বলবে।'