অনভিজ্ঞ বোলারদের প্রশংসায় মাশরাফি

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজ আগেই জেতা হয়ে গেছে। তাই তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচের ফলাফল নিয়েও দারুণ খুশি তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানিয়েছেন,
'এশিয়া কাপ থেকে ফেরার পরে আমাদের অনেক আত্মবিশ্বাস ছিল। ড্রেসিং রুমের আত্মবিশ্বাস ছিল উল্লেখ করার মতো, আর এটাই কাজে দিয়েছে। আমরা আজ ভাল বল করেছি।'

'উইকেটও বেশ ভাল ছিল। আজকে আমরা অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়েই খেলেছি, এরপরে ২৮৬ রানে তাঁদের আটকে রাখা ছিল অবশ্যই দারুণ কিছু। আশা করছি, আসন্ন টেস্ট সিরিজে দল ভাল করবে।'
পুরো সিরিজের একটি ম্যাচেও খেলা হয়নি অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের। দল আগেই সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান।
তাঁর জায়গায় খেলে নয় ওভারে ৩৯ রান খরচায় এক উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। এছাড়া অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ না খেলায় অভিষেক হয়েছে আরিফুল হকের।
উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন তিনি। সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিনও দুইটি মেডেনসহ এক উইকেট নিয়েছেন আজ। তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে তাই প্রশংসা করতেই পারেন মাশরাফি।