জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দাপুটে জয়

ছবি: ছবি - বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
জিম্বাবুয়েঃ ২৮৬/৪ (৫০ ওভার)
উইলিয়ামস ১২৯*
বাংলাদেশঃ ২৮৮/৩ (৪২.১ ওভার)
মুশফিক ২৮, মিথুন ৭
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩-০ ব্যবধানে দলটিকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। টসে হেরে ব্যাট করে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান।
সফরকারীদের পক্ষে শন উইলিয়ামস অপরাজিত থাকেন ১২৯ রান করে। সেই সঙ্গে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭৫ রান। বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম অপু নিয়েছেন সর্বোচ্চ ২টি উইকেট। এরপর সৌম্য আর ইমরুলের জোড়া সেঞ্চুরিতে দারুণ জয় পায় বাংলাদেশ।
জয়ের বন্দরে বাংলাদেশঃ
এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে বাংলাদেশ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন মুশফিকুর রহীম। মুশফিক ২৮ ও মিথুন ৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

ইমরুলের আউটঃ
সেঞ্চুরি তুলে নেয়ার পর ডাউন দ্যা উইকেটে খেলতে এসে ১১২ বলে ১১৫ রান করে আউট হয়েছেন। তিনি মাসাকাদজার বলে চিগুম্বুরার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
ইমরুলের সেঞ্চুরিঃ
টাইগার ওপেনার ইমরুল কায়েস ৯৯ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর আগে চলতি সিরিজের প্রথম বলে ১৪৪ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর, দ্বিতীয় ম্যাচে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন এই বাঁহাতি।
সৌম্যর ইনিংসের সমাপ্তিঃ
সৌম্য ৯২ বলে ১১৭ রান করে মাসাকাদজার বলে লং অনে ত্রিপানোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তার ইনিংসটি ৯ টি চার ও ৬ টি বিশাল ছক্কায় সাজানো ছিল।
সৌম্যর সেঞ্চুরিঃ
মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এটি তার দ্বিতীয় শতক।
ইমরুল-সৌম্যর ফিফটিঃ
ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। দুজনই ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন। আর দুই ব্যাটসম্যানের ব্যাটে ইতিমধ্যে দেড়শ পার করেছে বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ১৩৪ রানের প্রয়োজন বাংলাদেশের।
সৌম্য-ইমরুল জুটিঃ
লিটনের ধাক্কা দারুণ ভাবে সামাল দিয়েছেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। প্রথম বলে উইকেট হারালেও ইতিমধ্যে হাত খুলে খেলে ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ব্যাটসম্যানের ব্যাটে জয়ের লক্ষ্যে দারুণ ভাবে এগোচ্ছে বাংলাদেশ।
শুরুতেই ধাক্কাঃ
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন লিটন দাস। ০ রানে তাঁকে লেগ বিফরের ফাঁদে ফেলেন কাইল জার্ভিস। লিটনের বিদায়ে ক্রিজে নেমেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।