সেঞ্চুরির পর সাজঘরে সৌম্য

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
জিম্বাবুয়েঃ ২৮৬/৪ (৫০ ওভার)
উইলিয়ামস ১২৯*
বাংলাদেশঃ ২২০/২ (৩০ ওভার)
ইমরুল ৯১
১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলেও শুক্রবার সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু টাইগারদের এই হোয়াইট ওয়াশের মিশনে মাশরাফিদের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।
টসে হেরে ব্যাট করে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান। সফরকারীদের পক্ষে শন উইলিয়ামস অপরাজিত থাকেন ১২৯ রান করে। সেই সঙ্গে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭৫ রান। বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম অপু নিয়েছেন সর্বোচ্চ ২টি উইকেট।

সৌম্যর ইনিংসের সমাপ্তিঃ
সৌম্য ৯২ বলে ১১৭ রান করে মাসাকাদজার বলে লং অনে ত্রিপানোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তার ইনিংসটি ৯ টি চার ও ৬ টি বিশাল ছক্কায় সাজানো ছিল।
সৌম্যর সেঞ্চুরিঃ
মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এটি তার দ্বিতীয় শতক।
ইমরুল-সৌম্যর ফিফটিঃ
ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। দুজনই ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন। আর দুই ব্যাটসম্যানের ব্যাটে ইতিমধ্যে দেড়শ পার করেছে বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ১৩৪ রানের প্রয়োজন বাংলাদেশের।
সৌম্য-ইমরুল জুটিঃ
লিটনের ধাক্কা দারুণ ভাবে সামাল দিয়েছেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। প্রথম বলে উইকেট হারালেও ইতিমধ্যে হাত খুলে খেলে ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ব্যাটসম্যানের ব্যাটে জয়ের লক্ষ্যে দারুণ ভাবে এগোচ্ছে বাংলাদেশ।
শুরুতেই ধাক্কাঃ
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন লিটন দাস। ০ রানে তাঁকে লেগ বিফরের ফাঁদে ফেলেন কাইল জার্ভিস। লিটনের বিদায়ে ক্রিজে নেমেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।