promotional_ad

বাংলাদেশকে উড়ন্ত সূচনা দিলেন সাইফউদ্দিন-রনি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্কোরঃ


জিম্বাবুয়ে ৬/২ (৪ ওভার)


টেইলর ০, উইলিয়ামস ০


১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলেও শুক্রবার সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ম্যাচটিতে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে তাঁদের স্কোর ৬ রানে ২ উইকেট। 


দুই ওপেনারের বিদায়ঃ


promotional_ad

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরেছেন দুই ওপেনার জুহাইয়ো এবং অধিনায়ক মাসাকাদজা।ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এসেই ওপেনার চিপাস ঝুয়াওকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফ।


এরপরের ওভারে মাসাকাদজা'র স্ট্যাম্প ভেঙ্গে দেন আবু হায়দার রনি। দুই ওপেনারের বিদায়ে ক্রিজে নেমেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। 


উল্লেখ্য আজকের ম্যাচের একাদশে ফজলে রাব্বির বদলি হিসেবে দলে এসেছেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর স্বাভাবিকভাবেই আজ তাঁকে বিবেচনায় আনেননি নির্বাচকেরা। 


অপরদিকে দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে এসেছেন আবু হায়দার রনি। এছাড়াও আজ মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার আরিফুল হকের। আজকের ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। 


এদিকে জিম্বাবুয়ে দলেও এসেছে দুটি পরিবর্তন। আজ টেন্ডাই চাতারা এবং ব্র্যান্ডন মাভুটার পরিবর্তে একাদশে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা। 


বাংলাদেশ একাদশ- 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।


জিম্বাবুয়ে একাদশ- 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball