জিম্বাবুয়ে শিবিরে সাইফুদ্দিনের প্রথম আঘাত

ছবি: মোহাম্মদ সাইফুদ্দিন, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর এই ম্যাচে মাঠে নেমে দ্বিতীয় ওভারেই জিম্বাবুইয়ানদের শিবিরে আঘাত হেনেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এসেই ওপেনার চিপাস ঝুয়াওকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফ। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৬ রান (২ ওভার)। ক্রিজে হ্যামিল্টন মাসাকাদজা ২ রানে অপরাজিত আছেন। আর তাঁর সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর (০)।
উল্লেখ্য আজকের ম্যাচের একাদশে ফজলে রাব্বির বদলি হিসেবে দলে এসেছেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর স্বাভাবিকভাবেই আজ তাঁকে বিবেচনায় আনেননি নির্বাচকেরা।

অপরদিকে দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে এসেছেন আবু হায়দার রনি। এছাড়াও আজ মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার আরিফুল হকের। আজকের ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
এদিকে জিম্বাবুয়ে দলেও এসেছে দুটি পরিবর্তন। আজ টেন্ডাই চাতারা এবং ব্র্যান্ডন মাভুটার পরিবর্তে একাদশে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ একাদশ-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।