promotional_ad

হোয়াইট ওয়াশের মিশনে টস জয়ী বাংলাদেশ

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


ইতিমধ্যে অবশ্য টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ায় অনেকটা নির্ভার অবস্থায় আছে টাইগাররা। সুতরাং আজকের ম্যাচটি তাদের জন্য অনেকটা নিয়ম রক্ষার হিসেবেই বিবেচিত হচ্ছে। 


তবে মুদ্রার উল্টো পিঠ জিম্বাবুয়ে শিবিরে। সিরিজ খোয়ালেও এখন হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলতে নামছে তারা। এই ম্যাচে পরাজিত হলে টানা তৃতীয় বারের মত বাংলাদেশের কাছে ধবল ধোলাইয়ের লজ্জায় পড়তে হবে সফরকারীদের।



promotional_ad

এর আগে ২০১৪ সালে  বাংলাদেশ সফরে এসে ৫ ম্যাচ সিরিজের সবকয়টিতে পরাজিত হয়েছিল জিম্বাবুয়ে। এরপর ২০১৬ সালেও একই পরিণতি বরণ করতে হয়েছিল তাদের। সেবছর অবশ্য সিরিজটি হয়েছিল তিন ম্যাচের।


উল্লেখ্য এই সিরিজের আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছর ত্রিদেশীয় সিরিজে। এছাড়া দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৫-১৬ তে। গত ম্যাচটি নিয়ে এই পর্যন্ত ৭১টি ওয়ানডে খেলেছে দুই দল। যেখানে বাংলাদেশ ৪৩টি এবং জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে। 


বাংলাদেশ স্কোয়াড- 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন।



জিম্বাবুয়ে স্কোয়াড- 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুটা, সলোমন মিরে, পিটার মুর,তারিসাই মুসাকান্দা, রিচার্ড এন গারাভা, জন নাইউম্বু, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চিপাস ঝুয়াও, সিকান্দার রাজা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball