স্বল্প বাজেটের সেরা আসর বিপিএলঃ জয়াবর্ধনে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইপিএল শীর্ষে, তবে মান এবং বাজেটের দিক বিবেচনায় বিপিএল খুব বেশি পিছিয়ে নেই বলে মনে করছেন খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। বিপিএল ড্রাফটে অংশ নিতে বাংলাদেশে এসে তিনি জানান,
'বিপিএল এখন কম বাজেটের আসর না। এটা বিশ্বের দ্বিতীয় সেরা বাজেটের দিক দিয়ে। বিপিএলে ক্রিকেটাররা যেমন পারিশ্রমিক পায় বিগ ব্যাশ, সিপিএলে এতো পায় না। আইপিএলের সঙ্গে অবশ্য বিপিএলের তুলনা করাই ঠিক নয়। মানের খুব বেশি পার্থক্য নেই।
'কেননা একই ক্রিকেটার দুই জায়গাতেই খেলছে। এখন আইপিএলের সময় অনেকেই ফ্রি থাকে যারা বিপিএলের সময় থাকে না হয়তো, এটা একটা ব্যাপার। তাই তুলনা করা উচিত নয়। ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে প্রতিযোগিতাও অনেকটা একই রকম।'

তবে বিপিএলের একটি বিষয় বেশ চ্যালেঞ্জিং এই লঙ্কানের কাছে। আর তা হচ্ছে তুলনামূলক কম বাজেটে ভাল করার প্রয়াস থাকে ফ্রেঞ্চাইজিগুলোর মাঝে। মূলত আইসিসির বর্ষপঞ্জিকায় অদৃশ্য জায়গা করে নিয়েছে আইপিএল।
বিপিএলের সময় তাই আন্তর্জাতিক সূচি থাকে আইপিএল খেলা বিদেশী ক্রিকেটারদের। আবার বিপিএলে যেসব ক্রিকেটার খেলে থাকেন তাঁদের দলে ভেড়াতে বাজেটেও চোখ রাখা লাগে ফ্রেঞ্চাইজিগুলোর। বিষয়টিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে মাহেলা জানান,
'আমি মনে করি সবগুলো ফ্রেঞ্চাইজি লীগ আলাদা। আইপিএলের সেটআপ আলাদা। ওখানকার ড্রাফটে আপনি যেকোনো বিশ্বসেরাকে দলে ভেড়াতে পারেন। বিপিএল আলাদা, কেননা এখানে আপনি যে ক্রিকেটার বিপিএলের সময় থাকবে তাঁকেই পাচ্ছেন, সবাইকে নয়।
'এখানে বাজেটও আলাদা। খুলনার বাজেট রংপুর, ঢাকা, চট্টগ্রাম থেকে আলাদা। এখানে সীমাবদ্ধতার মধ্যেই সেরাটা দিতে হয়। আমরা যেমন গতবার জোফরা আর্চারকে নিয়েছি (কম টাকায়)। কেউ তাঁকে চিনতো না তখন। বিপিএলে এভাবেই আমাদের ক্রিকেটার দলে ভেড়াতে হয়।'
তবে বিপিএলের ধারাবাহিকতা মুগ্ধ করেছে লঙ্কান এই ক্রিকেট কিংবদন্তীকে। বিপিএলের সময় পিছিয়ে নেওয়ায় কিছুটা দুশ্চিন্তায়ও আছেন তিনি।
'বিপিএল এখন অনেকটাই ধারাবাহিক। গতবারও প্রতিযোগিতা হয়েছিল, এবারও উন্নতি হবে। অনেকেই ড্রাফটে নাম লিখিয়েছেন। এটা এখন অক্টোবর থেকে জানুয়ারিতে নেওয়া হয়েছে। সব ক্রিকেটারকে ওই সময়ে পাওয়া যাবে কিনা এটাও একটা বিষয়। আমরা একটি ভাল আসর আশা করছি।'