দলের ভারসাম্য সুন্দর করেছে মিথুনঃ মাশরাফি

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিয়ে সবাইকে অবাক করে দেন মোহাম্মদ মিথুন। এরপরে তাঁর পারফর্মেন্সে মুগ্ধ করে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতে দলের ভারসাম্য সুন্দর করার অন্যতম কারিগর মিথুন।
"দলের ভারসাম্যটি বেশ সুন্দর করে দিয়েছে সে (মিথুন)। ও যদি এভাবে খেলতে থাকে এবং ইতিবাচক ব্যাটিং করতে থাকে তাহলে দলের ভারসাম্য ঠিক থাকবে। এখন এটি ওকেও বুঝতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
"কারণ কালকে ফর্মের কি হবে সেটি কেউ জানে না। তো যতক্ষণ ফর্ম আছে এক্ষেত্রে প্রতিটি দিন তাঁর জন্য গুরুত্বপূর্ণ। ফর্মের থেকে চলে গেলে আসলে ফর্মে ফেরা অনেক কঠিন। সুতরাং সে যখন ফর্মে আছে তখন তাঁকে নিশ্চিত করতে হবে সেটি ধরে রাখা।"

এশিয়া কাপে দুটো ফিফটির পরে চলতি জিম্বাবুয়ে সিরিজেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান। ফিফটির দেখা চলতি সিরিজে না পেলেও আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট চালাচ্ছেন তিনি।
উল্লেখ্য, বিপিএলে রংপুর রাইডার্স দলে মিথুনকে বেশ কাছে থেকে দেখেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সেখানেই ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মাশরাফি।
"গত বছর যখন রংপুরে খেলি তখন ওর ব্যাটিং দেখে আমার কাছে মনে হয়েছিল সে অনেক বেশি ইতিবাচক। তখন থেকেই ওর সাথে আলোচনা করি যে কিভাবে ব্যাটিং আরও উন্নত করা যায়। যদিও আমি টেকনিক্যাল কোনও কোচ না, তাই বলেছিলাম ভাল কোনও কোচের সাথে আলোচনা করে মানসিক দিক থেকে প্রস্তুত হতে।
"সৌভাগ্য এবং দুর্ভাগ্যবশত ও দলে সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তাঁকে সঠিক পজিশনে খেলাতে পারিনি। এবার যেটি হয়েছে সে ফিরে আসার পরে আমরা তাঁকে সঠিক পজিশনে খেলাতে পেরেছি এবং এর কারণে নিজের পজিশন পেয়ে সে অনেকটাই আত্মবিশ্বাসী এখন এবং খুব ভাল খেলছে এই মুহূর্তে।"
মিথুন জাতীয় দলে নিয়মিত হওয়ার পরেও থেমে নেই অধিনায়কের পরামর্শ। আরও বেশি রান করে কিভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন মিথুন এই ব্যাপারে নিয়মিতই তাঁকে তালিম দিয়ে থাকেন অধিনায়ক।
"প্রথম ম্যাচে আমি ওকে বলেছিলাম যে ও যদি পঞ্চাশ করার পর আরও বড় রান করতে পারতো তাহলে দলের জন্য ভাল হতো ওর নিজের জন্যও ভাল হতো। তবে এখন পর্যন্ত সে খুব ভাল খেলছে। এটি দলের জন্য অনেক ইতিবাচক।"