promotional_ad

খালেদ-আরিফুলে আত্মবিশ্বাসী নান্নু

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টই লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত টেস্ট দলে রাখা হয়েছে চার নতুন মুখ। কিন্তু টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, সেরা দলই ঘোষণা করেছেন তাঁরা।


ঘরের কন্ডিশনের সুযোগ কাজে লাগাতেই এমন দল নির্বাচন করা হয়েছে। গত সিরিজ ভাল না হলেও এবার জিম্বাবুয়ের বিপক্ষে ভাল একটি সিরিজ প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক।


'চারটা নতুন মুখ রয়েছে। যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা। সেই কথা বিবেচনা করে আমরা সেরা স্কোয়াড ঘোষণা করেছি। এখানে আমাদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ টেস্ট সিরিজে আমরা ভালো করতে পারিনি।  ওটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি।। আশা করি এই সিরিজটা আমরা ভালো করতে পারবো,' বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন নান্নু।


promotional_ad

মোহাম্মদ মিথুন, আরিফুল হক, নাজমুল হোসান অপু এবং খালেদ আহমেদ এই চার নতুন ক্রিকেটারকে রাখা হয়েছে আসন্ন এই টেস্ট সিরিজের স্কোয়াডে। তবে বিসিবির এইচপি দলের পেসার খালেদে অনেক বেশি আত্মবিশ্বাসী নান্নু।


বাংলাদেশ দলের টেস্ট বোলারের ঘাটতি পূরণ করবেন এই ২৬ বছর বয়সী খালেদ, বিশ্বাস করছেন বোর্ড কর্মকর্তা। 'খালেদ আমাদের এইচপির খেলোয়াড়। আমরা ওকে এইচপিতে নার্সিং করেছি।


'এখন যতগুলো বোলার আমাদের এইচপিতে আছে, তার মধ্যে ওর গতিটা একটু বেশি আছে। তাঁকে নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ফাস্ট বোলিংয়ে যেটা আমাদের দরকার ছিল. আশা করি সামনে সে আমাদের ভালো একটা সার্ভিস দিতে পারবে।'


২০১৭ বিপিএলেই মান সম্মত ফাস্ট বোলার হিসেবে নজরে এসেছিলেন খালেদ। আবার দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 'এ' দলের সিরিজে। এবারের এনসিএলেও দুর্দান্ত ফর্মে এই পেসার। তাই এবার জায়গা পেয়েছেন জাতীয় দলের স্কোয়াডে।


এদিকে বেশ কয়েকটি সিরিজ ধরে বাংলাদেশ দলের সাথে ঘুরে বেড়ান অলরাউন্ডার আরিফুলও প্রথমবারের মতো ডাক পেয়েছেন আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে। বিশেষ করে শেষের দিকে ব্যাট হাতে দলের জন্য দ্রুত কিছু রান তুলতে পারবেন এবং নতুন বলে ভাল বোলিংও করে থাকেন আরিফুল এমন বিবেচনায়ই রাখা হয়েছে তাঁকে, জানিয়েছেন প্রধান নির্বাচক নান্নু।


'আরিফুলের বিষয়ে টিম ম্যানেজমেন্টর সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। হোম কন্ডিশনে লেট অর্ডারে আমাদের শেষ দিকে ব্যাটিংয়ের প্রয়োজন হয়। যাতে কুইক রান করতে পারে। একটু স্লো উইকেট খেলা হলে এই ধরনের ব্যাটসম্যান প্রয়োজন হয়। এছাড়া নতুন বলে সে বোলিং করতে পারে। সবমিলিয়ে অলরাউন্ডার হিসেবে তাকে আমরা দলে নিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball