এমন সুযোগ হাতছাড়া করা 'ক্রাইম'

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাস এবং ইমরুল কায়েসের সামনে সুযোগ ছিল শতক হাঁকানোর। কিন্তু দুজনই সেই সুযোগ তৈরি করে সেটাকে হাতছাড়া করেছেন। আর এমন সুযোগ হাতছাড়া করাটাকে বড়ধরণের ক্রাইম বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অধিনায়ক মনে করেন, লিটন এবং ইমরুল দুজনই তাঁদের ভুলটা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে এমন ভুল হয়তো করবেন না তাঁরা। কারণ অধিনায়ক মনে করেন সুযোগ একবার চলে গেলে সেটা আর কখনই আসেনা।

'খুব ভাল বলে যদি তাঁরা আউট হতো তাহলে সেটি কিছু করার ছিল না। যেভাবে দুইজনই আউট হয়েছে তাঁরা হয়তো নিজেরাও বুঝতে পেরেছে যে ভুল হয়ে গিয়েছে। আশা করবো যে পরবর্তীতে এমন সুযোগ আসলে যেন না ছাড়ে।
যদিও আমরা এটি সবসময় আলোচনা করি। বেশিরভাগ সময়ে আমরা ভুলগুলো করছি, তো এগুলো আমাদের কমাতে হবে। অবশ্যই বড় মঞ্চে এগুলো ক্রাইমের পর্যায়ে চলে যাবে।'
এদিকে ব্যাটসম্যানরা যেন ভালো সূচনা পেয়ে এমন ভুল আর না করেন সেটা নিয়ে ড্রেসিং রুমে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক। সব দিন সুযোগ আসবেনা আর আসলে সেটাকে লুফে নিতে হবে বলে মনে করেন তিনি।
'এটি নিয়ে ড্রেসিংরুমেও আলোচনা হয়েছে। তবে সবকিছু ভালোর ভেতরে খারাপ থাকে আবার খারাপের ভেতরেও ভাল থাকে। আসলে এধরণের সুযোগ তো সব দিন আসে না। তাই সুযোগগুলো অবশ্যই কাজে লাগানো উচিৎ।
ইমরুল ৮০ থেকে ৯০ পর্যন্ত যে ব্যাটিংটা করলো সেটি ৯০ থেকে না করে আবার শট খেলতে গিয়েছে। তো এই সমন্বয়গুলো আসলে জরুরী। লিটন এবং ইমরুল দুইজনই বুঝতে পেরেছে। ওদেরও খারাপ লেগেছে। তবে আল্টিমেটলি হয় কি একবার কিছু চলে গেলে সেটি তো আর ফিরে আসে না।'