ওপেনিং প্রতিযোগিতা নিয়ে সন্তুষ্ট মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত এশিয়া কাপ থেকেই দারুণ ফর্মে আছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। চলমান জিম্বাবুয়ে সিরিজেও তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে আস্থার প্রমাণ দিয়েছেন তিনি।
তবে শুধু ইমরুলই নন, দারুণ খেলছেন লিটন কুমার দাসও। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অনবদ্য সেই শতকের পর বর্তমানে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৮৩ রানের দারুণ একটি ইনিংস।

ইমরুল ও লিটনের দারুণ ফর্মের কারণে ওপেনিং পজিশনে একটি ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে বলে বিশ্বাস করেন অধিনায়ক মাশরাফি। টাইগার দলপতি বলেছেন,
'ইমরুলের কথা বলতেই হবে। সে অনেক ভাল খেলছে এশিয়া কাপের থেকেই। পাকিস্তানের বিপক্ষে সে রান করতে পারেনি, তবে এরপরেও খুব ভাল খেলছে। একটি হেলদি প্রতিযোগিতা যে ওপেনিংয়ে হচ্ছে এটি খুব ইতিবাচক একটি দিক আমার কাছে। ওপেনিংয়ে তামিম না থাকার পরেও এমন প্রতিযোগিতা হচ্ছে।'
এরপর তামিম ইনজুরি কাটিয়ে ফিরলে এই প্রতিযোগিতার মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। আর সেই প্রত্যাশাতেই আছেন তিনি। বলেছেন,
'আমি নিশ্চিত যে ওরা তিনজন যখন থাকবে এবং তামিম আসবে তখন প্রতিযোগিতা আরও বাড়বে। কারণ তামিম হল আসল পারফর্মার। আর এই প্রতিযোগিতাটি যেন আরও বাড়ে সেটাই আসলে প্রত্যাশা করছি।'