এখনও ভুগছেন মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আরব আমিরাতের সম্পূর্ণ প্রতিকূল কন্ডিশনে এশিয়া কাপ খেলতে গিয়ে পেয়েছিলেন কুঁচকিতে চোট। আবার উরুতে লেগেছিল বল। রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছিল। কিন্তু এই দুই ইনজুরি নিয়েই চলমান জিম্বাবুয়ে সিরিজ খেলছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
চট্টগ্রামে টিম হোটেলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ইনজুরির কারণে খেলতে সমস্যা হচ্ছে তাঁর। ভুগছেন এখনও, কিন্তু পিছু হটতে চান না অধিনায়ক। কারণ টেস্ট এবং টি-টুয়েন্টি দুই ফরম্যাটের বাইরে মাশরাফি, শুধু ওয়ানডে ফরম্যাট খেলে থাকেন তিনি। তাই নিজেকে প্রস্তুত রাখতে এই ফরম্যাটে খেলার সুযোগ হাত ছাড়া করতে নারাজ মাশরাফি।

'দেখুন আমি তো একটি ফরম্যাটে খেলি। সুতরাং যেভাবেই হোক সবসময় খেলতে চাই। অন্যদের মত না যারা টেস্ট খেলে, কিংবা টি টুয়েন্টি খেলে। অথবা ঘরোয়া লীগে চার দিনের ম্যাচ খেলে। আমার জন্য তো সেটা না। আমি তো একটি ফরম্যাট খেলি। তো এখানেও যদি বিশ্রাম নেই তাহলে বেশ কঠিন হয়ে যায় নিজেকে সেট করা। তবে কিছু ইনজুরির কারণে সমস্যা হচ্ছে, হচ্ছে না যে এমন না,' বলেছিলেন মাশরাফি।
সমস্যা যে হচ্ছে তা মাশরাফির গত দুই ম্যাচের পারফর্মেন্সেই স্পষ্ট পরিলক্ষিত। নিজের সেরা বোলিংটা করতে পারছেন না তিনি। এশিয়া কাপের কিপটে পেসারদের মধ্যে অন্যতম মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে করছেন কিছুটা খরুচে বোলিং। পাশাপাশি উইকেটও আসছে না তাঁর ঝুলিতে। দুই ম্যাচে মাত্র পেয়েছেন মাত্র একটি উইকেট।
এশিয়া কাপের পর বিশ্রাম পেয়েছিলেন মাত্র ১৫ দিনের মতো। কিন্তু এত অল্প সময়ে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব ছিল না। তাই ওয়ানডে সিরিজের পর কয়েক সপ্তাহ সময় পাবেন মাশরাফি। তখনই চিকিৎসা নিবেন বলে জানিয়েছেন।
'তবে এই সিরিজের পর চার-পাঁচ সপ্তাহ সময় আছে। হয়তো বা একটু ভাল ট্রিটমেন্ট দরকার আমার। সেটি সম্ভব এরপরে। এখন দেখি এরপরেও কোচ এবং নির্বাচকেরা আলোচনা করার পরে দেখা যাবে।'