promotional_ad

বিবেচনায় আছেন আরিফুলও

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন অলরাউন্ডার আরিফুল হক। কিন্তু জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে। টি-টুয়েন্টি ফরম্যাট দিয়ে জাতীয় দলের পোশাক গায়ে জড়ান ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে। খেলেছিলেন নিদাহাস ট্রফিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে।


কিন্তু তখনও জায়গা হয়নি জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে। অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে স্থান হল তাঁর, কিন্তু একটি ম্যাচও খেলতে পারেননি আরব আমিরাতের ঐ টুর্নামেন্টে। এরপর জায়গা মিলেছে ঘরের মাঠে চলমান জিম্বাবুয়ে সিরিজেও।


দুইটি ম্যাচ শেষ কিন্তু এখনও খেলা হয়নি আরিফুলের। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, তাঁকে নিয়ে চিন্তা করা হচ্ছে। কিন্তু তাঁকে খেলানোর সে রকম সুযোগ এবং উপযুক্ত সময় এখনও আসেনি। তবে শুধু আরিফুল নন সাইড বেঞ্চে থাকা বাকি ক্রিকেটাররাও চেয়ে আছেন দলে জায়গা পাওয়ার জন্য,


promotional_ad

'আরিফুলের বিষয়টি যেটি ছিল সেটি হল সে একজন খাঁটি ব্যাটসম্যান হিসেবে খেলবে। তবে এখানে কিছু বিষয় থাকে। এক্ষেত্রে এশিয়া কাপের কথা বলি। বোলিং অলরাউন্ডারের দিক থেকে খুব বেশি নিশ্চিত নই। কারণ নেটের বোলিং আর ম্যাচের বোলিং পুরো ভিন্ন বিষয়। এশিয়া কাপের মত জায়গায় শুধু বোলিং বিবেচনা করে আরিফকে খেলানো একটি ঝুঁকি ছিল। 


'এই জায়গায় আমরা হয়ত একজন খাঁটি ব্যাটসম্যান অথবা বোলার খেলিয়েছি যখন বিশেষ করে সাকিব ছিল না। তবে ও বোলিং অনুশীলনে বেশ ভাল করছে। হয়তবা এখানে আপনি যে পয়েন্টের ব্যাপারে বললেন যে আরিফ অনেক দিন থেকে দলের সাথে আছে।


সুতরাং ওর ম্যাচ খেলাটা আসলে অনেক জরুরী হয়ে গিয়েছে এবং সেভাবে চিন্তা ভাবনা চলছে। তবে একই সময়ে আমি মনে করি যে অবশ্যই যারা আছে তাঁরা প্রত্যাশা করে,' বৃহস্পতিবার চট্রগামে টিম হোটেলে সাংবাদিকদের বলেছেন মাশরাফি।


এদিকে হঠাৎই তৃতীয় ম্যাচের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তবে তাঁকে কি ভাবনায় দলে আনা হয়েছে জানা নেই মাশরাফিরও। তাঁকে খেলানর জায়গা টপ অর্ডার, কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি।


কিন্তু আরিফুলের ব্যাটিং অলরাউন্ডার, তাই তাঁর জায়গাও আলাদা বলে মাশরাফি জানান, 'আর সৌম্য কোন স্পেশালিষ্ট হিসেবে খেলবে সেটাও কিন্তু ম্যাটার করে যে ব্যাটসম্যান হিসেবে খেলবে নাকি অলরাউন্ডার হিসেবে খেলবে।


তবে বোলার হিসেবে তো অবশ্যই সুযোগ কম, সে হয়ত টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলবে। আর আরিফ খেলবে অবশ্যই একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। তো দুটি দুই জায়গা। আসলে আলোচনা করলে বোঝা যাবে কোন চিন্তা থেকে তাঁদেরকে নিয়েছেন নির্বাচকেরা বা পরবর্তীতে কি হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball