সাত নম্বরের জায়গা শক্ত করছেন সাইফুদ্দিন

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের প্রথম ওয়ানডেতে পেয়েছিলেন অর্ধশতক, দ্বিতীয় ওয়ানডেতে চট্রগ্রামে বল হাতেও দেখিয়েছেন ঝলক। বাংলাদেশের বহুদিনের আকাঙ্ক্ষা সাত নম্বরে একজন পেস বোলিং অলরাউন্ডারের সমাধান নতুন করে সাইফুদ্দিনের মাঝে দেখতেই পারে ক্রিকেট বোর্ড। 
  
পরফর্মেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার আট মাস পর ফিরেই নিজেকে চেনাচ্ছেন ভিন্ন রূপে। জিম্বাবুয়ের সাথে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেন ব্যাট হাতে। ১৩৯ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে উইকেটে আসেন সাইফুদ্দিন, ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে গড়েন ১২৭ রানের জুটি। 


শুধু সঙ্গই দেননি ইমরুলকে, তাঁকে চাপমুক্ত করে দলকে বড় স্কোর গড়ার ভিতও গড়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দুইজন মিলে সপ্তম উইকেট জুটিতে গড়েছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি। শেষ পর্যন্ত সাইফুদ্দিন ফিরেছিলেন ব্যক্তিগত ৫০ রানে।


চট্রগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে টসে জিতে বোলিং নিয়েছিল অধিনায়ক মাশরাফি। ইনিংসের পঞ্চম ওভারে এসেই অধিনায়ক মাশরাফি নতুন বল তুলে দেন সাইফউদ্দিনের হাতে। বোলিংয়ে এসেই আঘাত হানেন জিম্বাবুয়ে শিবিরে। ১৪ রান করা হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে দিয়ে উইকেটের খাতা খুলেন তিনি।


promotional_ad

এরপর একে একে তুলে নেন শেন উইলিয়ামস ও এল্টন চিকম্বুরার উইকেট। ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে  শিকার করেন তিন উইকেট। যা তার ওয়ানডেতে এখন পর্যন্ত সেরা স্পেল। 


জাতীয় দলে মোহাম্মদ সাইফুদ্দিনের শুরুটা হয়েছিল গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরে। একজন পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি ঘুচাতেই দলে নেয়া হয়েছিল তাঁকে। তবে সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন তিনি।


সেবার একটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেলেও ভাল পারফর্মেন্স উপহার দিতে পারেননি এই ক্রিকেটার। এরপরে চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ খেলে আশানুরূপ পারফর্মেন্স দেখাতে না পেরে দল থেকে বাদ পড়েন । 


তারপরের সময়টায় বাংলাদেশ ' এ' দলের হয়ে ব্যাটে-বলে আবার নিজেকে প্রমাণ করে ফিরে আসেন জাতীয় দলের স্কোয়াডে। সর্বশেষ  আয়ারল্যান্ডের 'এ' দলের বিপক্ষে চারটি ওয়ানডে খেলে ছয় উইকেট এবং তিনটি টি-টুয়েন্টিতে নিয়েছিলেন নয় উইকেট।


এছাড়াও ব্যাট হাতে ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। আর সেখান থেকেই নজরে আসেন জাতীয় দলের কোচ স্টিভ রোডসের। কোচের পছন্দের প্রেক্ষিতেই জিম্বাবুয়ের বিপক্ষে দলে জায়গা মেলে তাঁর।


জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতির কথা মাথা রেখেই সাইফুদ্দিনকে দলে ছেয়েছেন রোডস। কোচের সেই আস্থারও প্রতিদান দিতে শুরু করেছেন তিনি। এখন সেটা ধরে রাখার চ্যালেঞ্জ ২১ বছর বয়সী তরুণ এই অলরাউন্ডারের সামনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball