ইনজামামকে ছাড়িয়ে টেইলর

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চট্রগ্রামে আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের ৩৪ তম অর্ধশতক তুলে নেন ব্রেল্ডন টেইলর। টাইগারদের বিপক্ষে যেটি ছিল তার ব্যক্তিগত অষ্টম অর্ধশতক। আর এই অর্ধশতকের মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি অর্ধশতক হাঁকানোর রেকর্ডটা নিজের করে নিলেন তিনি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বাধিক সাতটি অর্ধশতক করে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। এতদিন তারই সমান সাত অর্ধশতক নিয়ে এই রেকর্ডে যৌথভাবে নাম ছিল টেইলরের।

আজ ৭৩ বলে ৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার আগে ইনজামামকে টপকে যান তিনি। টসে হেরে ব্যাটিং করতে নেমে বেশ সাবধানী শুরু করে জিম্বাবুয়ের দুই ওপেনার হেমিল্টন মাসাকাদজা ও চিফাস জুহাইয়ো।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি মাসাকাদজা দলীয় ১৮ রানের মাথায় সাইউদ্দিনের বলে আউট হয়ে ফিরে যান তিনি। এরপরে উইকেটে এসে দলের হাল শক্ত হাতে ধরেন টেইলর। দলীয় ১৮৭ রানের মাথায় আউট হয়ে গেলেও দলের একটা ভীত দাড় করিয়ে দিয়ে যান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
উল্লেখ্য জিম্বাবুয়ের হয়ে ১৮৬ টি ওয়ানডে খেলে এই উইকেট কিপার ব্যাটসম্যান ৩৫.৩২ গড়ে করেন ৬০০৬ রান। রয়েছে ১০টি শতক এবং ৩৪ টি অর্ধশতক।