promotional_ad

সৌম্য আসলেন দলে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দলে যোগ দিতে যাচ্ছেন সৌম্য সরকার। 


১৯ অক্টোবর বিকেএসপিতে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম???যাচে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে দলে ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।



promotional_ad

সৌম্যকে তিন নম্বর ও সাত নম্বর পজিশনের জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। 'আন্তর্জাতিক ক্রিকেটে সে কেমন করে, সেটা দেখতেই আমরা তাঁকে দেখতে চাচ্ছি। এমন না যে তাঁকে ওপেন করানোর জন্য নেয়া হচ্ছে, তাঁকে তিন নম্বর কিংবা সাত নম্বরেও দেখা যেতে পারে,' বলেছেন প্রধান নির্বাচক।


জাতীয় ক্রিকেট লীগে দারুন ফর্মে থাকা গত পাঁচ ইনিংসটি দুটি ফিফটি দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বল হাতেও উইকেটের দেখা পেয়েছেন তিনি। দলে ডাক পাওয়া সৌম্য সরকার ২৬ তারিখের তৃতীয় ওয়ানডের আগে দলের ঐচ্ছিক অনুশীলনে অংশ দিবেন।


এর আগে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন তিনি, খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও। তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় এশিয়া কাপের একাদশে সুযোগ পেয়েছেন তিনি।



তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াডঃ


মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball