টসভাগ্যে চেয়ে আছে দুই দল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামার আগে দুই দলেরই সমান দুশ্চিন্তা। কে জিতবে টস! কেননা বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করছে টস ভাগ্যের ওপর!
পুরো উপমহাদেশের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও ডিউ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলগুলো একটু বেশিই সমস্যায় পড়ে।

কেননা বলে গ্রিপ করতে কিছুটা বাড়তি কষ্ট করতে হয় তাঁদের। আর তাই ডিউ ফ্যাক্টর কাজে লাগানোর সবচেয়ে ভাল উপায় টসে জিতে ফিল্ডিং বেঁছে নেওয়া। বলা যায়, টসে জিতলেই ম্যাচে অনেকটাই এগিয়ে যাবে দুই দলের যে কোন দল।
এমনকি টাইগার হেড কোচ স্টিভ রোডসের দুশ্চিন্তার নামও যেন ডিউ ফ্যাক্টর। চট্টগ্রামে পৌঁছেই আদ্রতা পরীক্ষা করতে মাঠে নেমে পড়েন তিনি।
সেখানকার পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ক্রিকফ্রেঞ্জিকে জানান, ইতিমধ্যেই আদ্রতা পরীক্ষা করে ফেলেছেন তিনি।
তবে কোচ কি ভাবছেন, এই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে টস ভাগ্যের দিকেই চেয়ে আছেন তিনি, এমনটাই অনুমেয়। দলের অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান ইতিমধ্যেই অনুপস্থিত। বাকিদের নিয়ে ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ নিতে চাইবেন না কোচ।
অপরদিকে জিম্বাবুয়ে দলেরও যেন একই অবস্থা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা সহ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেখা গিয়েছে উইকেট পরীক্ষায় ব্যস্ত সময় কাটাতে। নিঃসন্দেহে টস যে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা বলার অপেক্ষা রাখে না।