promotional_ad

জ্বলে উঠতে পারেন যারা

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে তাই বেশ ফুরফুরে ম্যাচে আছে তাঁরা।


এদিকে জিম্বাবুয়ের জন্যেও সিরিজে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। আলোচ্য ম্যাচে তাই নিজেদের সেরা পারফর্মেন্স দিতে চাইবে দুই দলই। তারপরেও ভক্ত সমর্থকদের চোখ থাকবে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের ওপর।


বাংলাদেশঃ-


promotional_ad

ইমরুল কায়েসঃ- জাতীয় দল থেকে বেশ কয়েকমাস দূরে থেকে দলে ফিরেই একের পর এক বাজিমাত করছেন ইমরুল। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ম্যাচ জয়ী ফিফটির পরে চলতি সিরিজের প্রথম ম্যাচেও হাঁকিয়েছেন সেঞ্চুরি (১৪৪)। এই ম্যাচে কেমন করেন ইমরুল এটা দেখার জন্যই মুখিয়ে থাকবে দর্শকরা।


মেহেদী হাসান মিরাজঃ- বেশ কয়েকমাস ধরেই বল হাতে নিজের মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এই ম্যাচেও দর্শক তাকিয়ে থাকবে তাঁর পারফর্মেন্সে।


মোহাম্মদ সাইফুদ্দিনঃ- জাতীয় দলে মোহাম্মদ সাইফুদ্দিনের অবস্থান নিয়েই বেশি মনোযোগ ভক্ত অনুরাগীদের। একজন পেস অলরাউন্ডার পাওয়া গেল কিনা এই পরীক্ষা চলতি সিরিজের প্রতি ম্যাচেই দিবেন সাইফুদ্দিন। দলে ফিরে প্রথম ম্যাচে দারুণ পারফর্মেন্স করেছেন (ব্যাট হাতে ফিফটি ও নিয়ন্ত্রিত বোলিং), দ্বিতীয় ম্যাচেও মুখিয়ে থাকবেন সেরাটা দিতে।    


জিম্বাবুয়েঃ-


হ্যামিল্টন মাসাকাদজাঃ- জিম্বাবুয়েকে সিরিজে ফেরাতে পারেন তাঁদের অধিনায়কই। তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের অপেক্ষায় থাকবে জিম্বাবুইয়ানরা। বাংলাদেশের মাটিতে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মাসাকাদজার। সেই অভিজ্ঞতা কাজে লাগালেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।


ব্রেন্ডন টেইলরঃ- বাংলাদেশের বিপক্ষে আগেও অনেক ম্যাচ রীতিমতো এক হাতে জিতিয়েছেন ব্রেন্ডন টেইলর। সিরিজে ফিরতে তাই একটু আত্মবিশ্বাস খুঁজেই নিতে পারেন কোলপাক ফেরত এই ক্রিকেটার।


কাইল জারভিসঃ- বাংলাদেশকে দেখলেই যেন পুরো উদ্যমে জ্বলে উঠেন কাইল জারভিস। আগেও ভাল পারফর্মেন্স করতেন; এবার সিরিজের প্রথম ম্যাচেই নিয়েছেন চার উইকেট। ব্যাট হাতেও অবদান (৩৩ বলে ৩৭ রান) রেখেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball