এবার টি-টুয়েন্টির লড়াইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া
ছবি: ছবিঃ- এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আবুধাবিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে এই ম্যাচ। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে যাওয়ায় এই ম্যাচে মনস্তাত্ত্বিক ভাবে এগিয়ে থাকবে পাকিস্তান।
এছাড়া পাকিস্তানের এগিয়ে থাকার আরেকটি কারণ টি-টুয়েন্টিতে তাঁদের পারফর্মেন্স। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পরে ২৭ টি ম্যাচ খেলে মাত্র চারটিতে হেরেছে তাঁরা।

অজিদের বিপক্ষে নামার আগে যা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। এদিকে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়া দল অনুপ্রেরণা খুঁজে নেবে আরব আমিরাতের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটিতে জিতে।
পাকিস্তানের হয়ে এই ম্যাচে খেলা হচ্ছে না শোয়েব মালিকের। ইতিমধ্যেই একাদশ ঘোষণা (১২ জনের নাম) করেছে তাঁরা, যেখানে ছিল না মালিকের নাম। এদিকে অজিদের হয়ে স্কোয়াডে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
এদিকে আরব আমিরাতে খেলা হওয়ার কারণে এই ম্যাচে বড় ধরণের ভূমিকা পালন করতে পারে ডিউ ফ্যাক্টর। কাজেই টসে জিতে ফিল্ডিং বেঁছে নিতে চাইবে যেকোনো দল।
পাকিস্তান- মোহাম্মদ হাফিজ, ফখর জামান, বাবর আজম, হুসেইন, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইয়াসির শাহ, বিলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, মির হামজা, মোহাম্মদ আব্বাস।
অস্ট্রেলিয়া (সম্ভাব্য)- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডারসি শর্ট, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ন্যাথান কাউন্টার নীল, বিলি স্ট্যানলেকে।