promotional_ad

অবশেষে জয়ের দেখা পেল শ্রীলংকা

ছবিঃ- এএফপি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে সিরিজে অবশেষে জয়ের মুখ দেখল স্বাগতিক শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসায় বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ২১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দিনেশ চান্দিমালের দল।


টসে জিতে আগে ব্যাট করা শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে তোলে ছয় উইকেট হারিয়ে ৩৬৬ রান। ১৩৭ রান আসে উদ্বোধনী জুটি থেকেই। ওপেনার সাদিরা সামারাউইকরামা করেন আটটি চারে ৫৪ রান।


১২ টি চারে দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন আরেক ওপেনার নিরোশান ডিকওয়েলা। এই দুজন ফিরে গেলে হাল ধরেন দিনেশ চান্দিমাল এবং কুশল পেরেরা। দুজনে গড়েন ১০২ রানের জুটি।



promotional_ad

মেন্ডিস করেন ৫৬ রান। অধিনায়ক চান্দিমালের ব্যাট থেকে আসে ছয়টি চার ও দুটি ছক্কায় ৭৩ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস। এই চারজন রান পাওয়ার পরে ফিনিনশাররা দেখেশুনে খেলার কারণে বড় সংগ্রহ গড়ে শ্রীলংকা।


ইংলিশ বোলারদের হয়ে দুটি করে উইকেট নেন টম কারান এবং মঈন আলী। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান পেসার দুস্মন্থা চামিরার দুর্দান্ত স্পেলের সামনে পড়ে ইংল্যান্ড।


দলীয় ২৮ রানেই তাঁরা চার উইকেট হারায়। চামিরা একাই নেন তিন উইকেট। এরপরে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং মঈন আলী ৭৯ রানের জুটি গড়েন।


এবার ইংল্যান্ডের সামনে দুর্বোধ্য হয়ে ওঠে লঙ্কান স্পিন আক্রমণ। আকিলা ধনঞ্জয়ার বোলিংয়ের সামনে ২৬.১ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩২ রানে থামে ইংল্যান্ড।



এরপরে বৃষ্টি শুরু হলে আর মাঠে গড়ায়নি খেলা, তাতেই বড় রানে জয় নিশ্চিত হয় শ্রীলংকার। স্টোকস ৬৭ এবং মঈন ৩৭ রান করার দিনে ধনঞ্জয়া নিয়েছেন চারটি উইকেট। সিরিজটি ১-৩ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ডই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball