অবশেষে জয়ের দেখা পেল শ্রীলংকা

ছবি: ছবিঃ- এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে সিরিজে অবশেষে জয়ের মুখ দেখল স্বাগতিক শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসায় বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ২১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দিনেশ চান্দিমালের দল।
টসে জিতে আগে ব্যাট করা শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে তোলে ছয় উইকেট হারিয়ে ৩৬৬ রান। ১৩৭ রান আসে উদ্বোধনী জুটি থেকেই। ওপেনার সাদিরা সামারাউইকরামা করেন আটটি চারে ৫৪ রান।
১২ টি চারে দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন আরেক ওপেনার নিরোশান ডিকওয়েলা। এই দুজন ফিরে গেলে হাল ধরেন দিনেশ চান্দিমাল এবং কুশল পেরেরা। দুজনে গড়েন ১০২ রানের জুটি।

মেন্ডিস করেন ৫৬ রান। অধিনায়ক চান্দিমালের ব্যাট থেকে আসে ছয়টি চার ও দুটি ছক্কায় ৭৩ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস। এই চারজন রান পাওয়ার পরে ফিনিনশাররা দেখেশুনে খেলার কারণে বড় সংগ্রহ গড়ে শ্রীলংকা।
ইংলিশ বোলারদের হয়ে দুটি করে উইকেট নেন টম কারান এবং মঈন আলী। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান পেসার দুস্মন্থা চামিরার দুর্দান্ত স্পেলের সামনে পড়ে ইংল্যান্ড।
দলীয় ২৮ রানেই তাঁরা চার উইকেট হারায়। চামিরা একাই নেন তিন উইকেট। এরপরে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং মঈন আলী ৭৯ রানের জুটি গড়েন।
এবার ইংল্যান্ডের সামনে দুর্বোধ্য হয়ে ওঠে লঙ্কান স্পিন আক্রমণ। আকিলা ধনঞ্জয়ার বোলিংয়ের সামনে ২৬.১ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩২ রানে থামে ইংল্যান্ড।
এরপরে বৃষ্টি শুরু হলে আর মাঠে গড়ায়নি খেলা, তাতেই বড় রানে জয় নিশ্চিত হয় শ্রীলংকার। স্টোকস ৬৭ এবং মঈন ৩৭ রান করার দিনে ধনঞ্জয়া নিয়েছেন চারটি উইকেট। সিরিজটি ১-৩ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ডই।