বিগ ব্যাশে নেপালি ক্রিকেটার!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান ঘরোয়া টুর্নামেন্টের জমজমাট আসর বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নেপালের তরুণ ক্রিকেটার সন্দীপ লামিচানে। মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ কাঁপাবেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার, বিষয়টি নিশ্চিত করেছেন দলটির লিস্ট ম্যানেজার ট্রেন্ট উডহিল।
স্টার্স ম্যানেজার জানিয়েছেন, আইপিএল এবং সিপিএলের পারফর্মেন্স দেখেই তাঁকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রত্যাশা করছেন বিগ ব্যাশেও নিজেকে মেলে ধরবেন এই প্রতিভাবান লেগ স্পিনার।

'লামিচানে আইপিএল অভিষেকেই দিল্লির হয়ে অসাধারণ খেলেছিল এবং সিপিএলেও ভাল বল করেছিল। আমরা প্রত্যাশা করছি সে বিগ ব্যাশেও আলো ছড়াবে এবং টুর্নামেন্টের সেরাদের মাঝে একজন হবে,' বলেছিলেন উডহিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে প্রথমবারের মতো কোন নেপালি ক্রিকেটার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন এই লেগ স্পিনার। সেখানে অসাধারণ পারফর্মেন্স করেছেন তিনি। তিন ম্যাচ খেলে পেয়েছিলেন পাঁচ উইকেট।
এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন লামিচানে। সেখানেও দুর্দান্ত ছিলেন তিনি। পাঁচ ম্যাচ খেলে সাত উইকেট সংগ্রহ করেছিলেন এই স্পিনার।
আইপিএল, সিপিএলের পর এবার বিগ ব্যাশে খেলবেন লামিচানে। জানিয়েছেন, এমসিজিতে খেলা তাঁর সব সময়ের স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণে তাঁর তর সইছে না। স্টারসদের সাথে যোগ দিতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন তিনি।
'স্টারসে যোগ দিতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলা আমার সব সময়ের স্বপ্ন ছিল। আমি দলের সাথে যোগ দিতে মুখিয়ে আছি,' বলেছিলেন নেপালের ক্রিকেটার লামিচানে।