promotional_ad

মিরপুর ফিরুক চট্টগ্রামেও

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট ১৭টি ওয়ানডে খেলে ১০টিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সুতরাং এই মাঠটিকে টাইগারদের পয়া ভেন্যু হিসেবেই চালিয়ে দেয়া যায়। 


আর এই 'পয়া' ভেন্যুতেই আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসের পারদ যথেষ্ট উঁচুতে রয়েছে মাশরাফি বাহিনীর। 


কারণ একে তো নিজেদের ঘরের মাঠে খেলা, তার ওপরে গত ম্যাচেই সফরকারীদের পরাস্ত করে সিরিজে এগিয়ে গিয়েছে তারা। এবার স্বাগতিকদের পরবর্তী লক্ষ্য শুধুই সিরিজ জয় ছাড়া আর কিছুই নয়। তবে এক্ষেত্রে সবথেকে বড় বাঁধা হল দলের টপ অর্ডার। 


কারণ গত ম্যাচেই দেখা গিয়েছে এক ইমরুল কায়েস ছাড়া প্রথম সারির কোন ব্যাটসম্যানই সেভাবে রান করতে পারেননি। এরপরেও অবশ্য ইতিবাচক দিক হল মোহাম্মদ সাইফুদ্দিনের রান পাওয়া।


যে সাইফুদ্দিন কিনা তাঁর সর্বশেষ তিন ম্যাচে রান পাননি তিনিই দলের বিপদের সময় হাল ধরে দারুণ একটি অর্ধশতক তুলে নিয়েছিলেন গত ম্যাচে। আর সেই কারণে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফিও প্রশংসা করেছেন তরুণ অলরাউন্ডারকে নিয়ে। তিনি বলেছেন, 'আমি আমার দিক থেকে খুশি হয়েছি যে সাইফউদ্দিন রান করেছে।' 


অধিনায়কের আস্থার প্রতিদান এবার দ্বিতীয় ম্যাচেও দিতে চাইবেন তরুণ সাইফ। পাশাপাশি মুশফিক, রিয়াদ, লিটনরাও রানে ফেরার লক্ষ্য নিয়ে খেলবেন। তবে সবথেকে বেশি চোখ থাকবে হয়তো ফজলে রাব্বির ওপরেই।


কেননা সাকিবের বদলী হিসেবে খেলতে নামা রাব্বি মিরপুরে নিজের অভিষেক ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে। ভেন্যু পরিবর্তনের সাথে সাথে নিজের ভাগ্যটাও তাই বদলাতে চাইবেন তিনি নিঃসন্দেহে। তার ওপর অধিনায়কের সমর্থনও পেয়েছেন রাব্বি।


রাব্বিকে আরেকটি সুযোগ দেয়ার পক্ষে মাশরাফি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 'ব্যক্তিগতভাবে আমি অবশ্যই মনে করি আরেকটি সুযোগ পাওয়া উচিত। একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। যদি আপনি বলেন তাকে নেওয়া হলো কেন? তাহলে বলতে পারেন এটা একটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই আমি মনে করি তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ একটা ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়।'


সুতরাং মাশরাফির কথাই যদি ঠিক থাকে তাহলে আগামীকালের ম্যাচে একাদশে তেমন পরিবর্তন হয়তো আনতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। রাব্বিও সেক্ষেত্রে পাবেন নিজেকে প্রমাণের সুযোগ। 



promotional_ad

মুদ্রার ঠিক উল্টো পিঠ অবশ্য সফরকারী জিম্বাবুয়ের ক্ষেত্রে। মিরপুরে শুরুতে দারুণ বোলিং করলেও ডেথ ওভারে সেই ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছিল হ্যামিল্টন মাসাকাদজার দল। ফলে মাত্র ১৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ পরবর্তীতে ২৭১ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয়। এই নিয়ে সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করতেও ভোলেননি সফরকারী দলের কোচ লালাচাঁদ রাজপুত। তিনি বলেন,   


'আমরা ৩০-৩৫ ওভার পর্যন্ত আসলেই অনেক ভাল বোলিং করেছি। সুতরাং আমাদের ডেথ ওভারের দিকে খেয়াল রাখতে হবে। ব্যাটসম্যানদের জন্য মিডল ওভার অনেক গুরুত্বপূর্ণ। আমরা উভয় ইস্যুই খুঁজে বের করেছি। আশা করি আমরা এই ম্যাচে আরও ভাল করতে পারবো বলে আশা করি।' 


তবে জিম্বাবুয়ে দলটিতে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কিন্তু কম নেই। অধিনায়ক মাসাকাদজার পাশাপাশি ব্র্যান্ডন টেইলর তো আছেনই, ফিরেছেন সিকান্দার রাজাও। যিনি কিনা বাংলাদেশ প্রিমিয়ার লীগ এবং ঢাকা প্রিমিয়ার লীগও মাতিয়ে গিয়েছেন গত আসরে। সুতরাং এই অভিজ্ঞতা দিয়েই যে জিম্বাবুয়াইনরা টাইগার বধ করার মিশনে নামবে আগামীকাল তা সহজেই অনুমেয়। এখন দেখার বিষয় সেই লক্ষ্যে কতটা সফল হবে তারা।   


পিচ এবং কন্ডিশন- পরিসংখ্যান বলছে চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়াম থেকে স্পিনাররা কিছুটা সুবিধা বরাবরই পেয়ে থাকেন। তবে মিরপুরের উইকেটের থেকে এখানে কিছুটা ফ্ল্যাট উইকেটই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর আবহাওয়া রিপোর্ট অনুযায়ী চট্টগ্রামের আকাশ আগামীকাল পরিষ্কারই থাকছে। 


সেক্ষেত্রে সুবিধা পাবেন ব্যাটসম্যানরাই। অধিনায়ক মাশরাফিও যেমন এই ব্যাপারে জানিয়েছেন, 'এখানে উইকেট সাধারনত আরও বেশি ফ্ল্যাট হয়, আরও রান হয়। যদি কোন অঘটন না ঘটে, তাহলে অবশ্যই বড় রান আশা করছি।'


মুখোমুখি-  এই সিরিজের আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছর ত্রিদেশীয় সিরিজে। এছাড়া দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৫-১৬ তে। গত ম্যাচটি নিয়ে এই পর্যন্ত ৭০টি ওয়ানডে খেলেছে দুই দল। যেখানে বাংলাদেশ ৪২টি এবং জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে। 


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের পরিসংখ্যান- এখন পর্যন্ত মোট ১৭টি ওয়ানডেতে খেলে এই মাঠে ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ইংল্যান্ডর বিপক্ষে এই মাঠে ওয়ানডেতে ৪ উইকেটে পরাজিত হয়েছিল লাল সবুজের দেশটি। আর সর্বশেষ জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে। 


স্পটলাইটে থাকবেন যারা- 


মুশফিকুর রহিম (বাংলাদেশ)- 


বাংলাদেশ দলের মিডেল অর্ডারের ভরসা বলা হয় মুশফিকুর রহিমকে। এবারের এশিয়া কাপে তিনি একাই বাংলাদেশ দলকে টেনেছেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে হয়েছেন এশিয়া কাপের সেরা ব্যাটসম্যানদের মাঝে তৃতীয়।



জিম্বাবুয়ের বিপক্ষেও পারফর্মেন্সের পারদ বেশ উঁচুতে মুশফিকের। এখন পর্যন্ত ৪৪টি ম্যাচে সফরকারীদের মুখোমুখি হয়ে ৩৮ গড়ে ১২১৮ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে রয়েছে দুইটি শতক এবং সাতটি অর্ধশতক। যদিও আগের ম্যাচে মাত্র ১৫ রানে আউট হয়েছিলেন তিনি। তবে চট্টগ্রামে আবারও ব্যাট হাতে জ্বলে ওঠার লক্ষ্য থাকবে তাঁর। 


হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে)-


বাংলাদেশের বিপক্ষে খেলার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার। প্রস্তুতি ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। দলের বিপদে একাই শতক হাঁকিয়েছেন বিসিবি একাদশের বিপক্ষে।


প্রথম ম্যাচে মাত্র ২১ রান করে সাজঘরে ফেরা জিম্বাবুইয়ান অধিনায়ক যেকোনো সময়েই হয়ে উঠতে পারেন দলের ত্রাণকর্তা। মিরপুরের প্রথম ওয়ানডেটি সহ টাইগারদের বিপক্ষে মোট ৫০টি ম্যাচ খেলেছেন মাসাকাদজা। যেখানে তাঁর ২৩.৯৩ গড়ে তাঁর সংগ্রহ ১১৭৩ রান। রয়েছে ১টি শতক সহ ৫টি অর্ধশতক। 


বাংলাদেশ স্কোয়াড- 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন।


জিম্বাবুয়ে স্কোয়াড- 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুটা, সলোমন মিরে, পিটার মুর,তারিসাই মুসাকান্দা, রিচার্ড এন গারাভা, জন নাইউম্বু, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চিপাস ঝুয়াও, সিকান্দার রাজা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball