promotional_ad

একটি জয়ের খোঁজে...

লালাচাঁদ রাজপুত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ে দলের হারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে। ভারতীয় কোচ লালচান্দ রাজপুত বিশ্বকাপের বাছাই পর্বের ব্যর্থতার পর জিম্বাবুয়ে দলের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত জয়ের দেখা পায় নি হ্যামিল্টন মাসাকাদজার দল।


ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও জয়ের মুখ দেখেনি স্বাগতিক জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেও শুন্য হাতে ফিরতে হয় জিম্বাবুয়েকে। বাংলাদেশের মাটিতেও হারের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজপুতের দল,



promotional_ad

'তালিকাটা অনেক দীর্ঘ,' বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামার আগে দলের কোচের মুখ থেকেই বের হল এমন হতাশা মাখা মন্তব্য।


'কিন্তু প্রথম আটটি ম্যাচে আমরা আমাদের ভাল ক্রিকেটারকে পাইনি। এখন সিনিয়র ক্রিকেটাররা ফিরে এসেছে এবং আমরা কাছাকাছি আসছি, তবে এখনও সীমানা পার হতে পারিনি।


'এর আগে দক্ষিণ আফ্রিকার ১০০ রানে ৭ উইকেট ফেলে দিয়েছিলাম আমরা, কিন্তু এরপরেও জিততে পারিনি। এমনকি টি টুয়েন্টিতেও। আমরা পুরো দল মিলেই এমন করেছিলাম। সুতরাং দ্রুতই সময় আসবে এবং আমরা সীমানা পার করবো।'



দলকে হারের বৃত্ত থেকে বের করে আনার দায়িত্বটা নিতে হবে অভিজ্ঞ ক্রিকেটারদের। হ্যামিল্টম মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামসদের বাড়তি দায়িত্ব নেয়ার কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোচ রাজপুত, 


'আসলে তেমনটি নয়, সিনিয়র খেলোয়াড়দের অবশ্যই দায়িত্ব নিতে হবে। মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে শতক পেয়েছিল, সুতরাং আশা করি সে ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। ব্র্যান্ডন টেইলর মাত্রই শুরু করেছে, আশা করি তাঁর কাছ থেকে বড় স্কোর পাওয়া সম্ভব হবে। আমি নিশ্চিত তাঁরা নিজেরাও বড় স্কোর গড়ার তাগিদ অনুভব করছে। এটি আসছে, আমি নিশ্চিত এটি দ্রুতই আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball