অভিষেকের পর তামিম ছাড়া প্রথম!
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শেষবার ২০১৬ সালে খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে দলের সাথে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
দুই বছর পর আবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এবার আর ঘরের মাঠে দলের সাথে থাকা হয়ে হচ্ছে না দেশ সেরা এই ওপেনারের। তামিমের অভিষেকের পর এই প্রথমবারের মতো তাঁকে ছাড়া চট্টগ্রামে কোন ম্যাচ খেলছে বাংলাদেশ।

অভিষেকের পর এখন পর্যন্ত এই মাঠে ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেই সবগুলো ম্যাচেই দলের হয়ে খেলেছিলেন তামিম। এই মাঠে ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। প্রায় ৪২ গড়ে রান করেছেন ৪৯৭।
কোন শতক না হাঁকালেও অর্ধশতক হাঁকিয়েছেন চারটি। সর্বোচ্চ খেলেছেন ৯৫ রানের ইনিংস। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও এ মাঠে অসাধারণ ব্যাটসম্যান তামিম। তাঁদের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলছেন, ৪০ গড়ে করেছেন ২০০ রান।
শতক না হাঁকালেও, অর্ধশতক হাঁকিয়েছেন দুটি। ২০১০ সালে ডিসেম্বরে এই মাঠের ব্যক্তিগত সর্বোচ্চ ৯৫ রানের ইনিংসটি এই জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আর বুধবার এই দেশ সেরা ওপেনারকে ছাড়াই চট্টগ্রামে খেলতে হচ্ছে বাংলাদেশকে!