এই মাঠে শেষ খেলায় হেরেছিল বাংলাদেশ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দুই বছর পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪শে অক্টোবর (বুধবার) এই মাঠেই মুখোমুখি হবে টাইগাররা।
তবে এ মাঠে শেষ বারের খেলায় পরাজিত হয়েছিল স্বাগতিকরা। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে চার উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁদের। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এ মাঠের ইতিহাস বাংলাদেশের বেশ সন্তোষজনক।

সফরকারী দলটির বিপক্ষে জহুর আহমেদ স্টেডিয়ামে এখন অবধি ছয়টি ম্যাচ খেলেছে টাইগাররা। একটি ম্যাচ ছাড়া সব গুলো ম্যাচেই জয়ের মুখ দেখেছিল স্বাগতিকরা। পরিত্যক্ত হয়েছিল ঐ একটি ম্যাচ।
২০১৪ সালে চট্টগ্রামের মাঠে শেষ দেখা হয়েছিল দুই দলের। সেখানে খেলা দুইটি ম্যাচের একটিতেও জয় লাভ করতে পারেনি সফরকারী দলটি। চার বছর পর আবার সেই একই মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
তবে শুধু এই মাঠ নয়, জিম্বাবুয়াইনদের বিপক্ষে সর্বোপরি জয়ের পাল্লা ভারী মাশরাফি বাহিনীর। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ৭০ টা ম্যাচ খেলেছে দুই দল। যেখানে বাংলাদেশ জয়ের হাসি হেসেছিল ৪২ বার।
পক্ষান্তরে জিম্বাবুয়ে জয়ী হয়েছিল মাত্র ২৮টি ম্যাচ। ২০১৩ সালে ঘরের মাঠে শেষবারের মতো টাইগারদের বিপক্ষে জয়ের মুখ দেখেছিল জিম্বাবুয়ে। গত পাঁচ বছরে খেলা এগারোটি ম্যাচের একটিতেও জয় লাভ করতে পারেনি দলটি।