promotional_ad

বিশ্বকাপ মিশনে 'এক্স ফ্যাক্টর' স্পিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


গত কয়েকমাসে মেয়েদের ক্রিকেটে সাফল্য এনে দিতে শক্তিশালী ভূমিকা পালন করেছে দলের স্পিনাররা। আর তাই আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপেও দলের মূল ভরসা হয়ে থাকবেন স্পিনাররা, এমনটাই মনে করছেন দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।


ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার আগের দিন মিডিয়ার সামনে দেশসেরা এই কোচ জানান, 'গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে আগে ওরা ওদের সক্ষমতা নিয়ে চিন্তিত ছিল। ওরা জানত না ওরা কি করতে পারে। এখন ওরা জানে কি করতে পারে বা পারে না। আমাদের স্পিনাররা অনেক পরিপক্ব এখন, এটা একটা ইতিবাচক দিক।


'কুবরা আছে, রুমানা আছে, আমাদের নাহিদা আছে, এশিয়া কাপে সে আমাদের মূল প্লেয়ার ছিল। ফাহিমা এই মুহূর্তে দুর্দান্ত লেগস্পিন করছে। গত ম্যাচে দেখলাম ছয়টি বলের মধ্যে ছয়টি বলই সে খুব দারুণভাবে করেছে। স্পিন আক্রমণ বেশ ভাল বলাই যায়।'



promotional_ad

ম্যানেজারের সঙ্গে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক সালমা খাতুনও। যদিও সেখানকার উইকেট সম্পর্কে ভাল ধারণা নেই সালমার। তবে স্পিনাররা ভাল করলে সুযোগ থাকবে দলের পেসারদেরও ভাল করার, এমনটাই মনে করছেন বাঘিনীদের অধিনায়ক।


'আমাদের স্পিনাররা অনেক শক্তিশালী, এটা বলতেই হবে। এখন পেস বোলাররাও ভাল করছে। যদি পেস বোলার আর স্পিনারদের একসাথে ব্যবহার করা যায় তাহলে পেস বোলাররা ভাল করবে। আবার স্পিনারদেরও ভাল করার সুযোগ আছে। আশা করি সবাই ভাল করবে।


'ওখানে তো যাচ্ছি এখন। উইকেট দেখব, এরপরে বলতে পারব ওখানকার উইকেটে স্পিনার কতোটা কাজে লাগাতে পারব তা। আশা করি স্পিনারদের দিয়ে কাজ করাতে পারব আমরা।' 


তবে ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম অবশ্য উইকেট পরখ করার আগেই বেশ আত্মবিশ্বাসী। সংশ্লিষ্ট বিষয়ে নিদারুণ যুক্তিও উপস্থাপন করেছেন তিনি। এক্ষেত্রে গ্রুপ পর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্পিন দুর্বলতা কাজে লাগাতে চান তিনি।



'দক্ষিণ আফ্রিকায় আমরা দেখেছি স্পিনারদের ভূমিকা। এরপরে আয়ারল্যান্ডেও দেখেছি। ওইসব কন্ডিশন আমাদের মত না, কিন্তু মেয়েরা সেখানে অনেক ভাল করেছে। তাই আমার মনে হয়না যে ওয়েস্ট ইন্ডিজে ওরা এটা করতে পারবেনা। সবসময় উইকেটের বিষয়টি তো আসে না আসলে।  


'ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারের স্পিন খেলার দুর্বলতা আছে। আর আমাদের দলে বেশ কয়েকজন জেনুইন স্পিন উইকেট টেকার আছে। এটা আমরা ভারত বা পাকিস্তানের বিপক্ষেও দেখেছি এশিয়া কাপে।'


বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশ দলের অবস্থান 'এ' গ্রুপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এইসব দলের ব্যাটসম্যানদের স্পিন দুর্বলতা কাজে লাগাতে চান দেশের অসংখ্য ক্রিকেটারের এই অভিভাবক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball