আবারও উপেক্ষিত ম্যাথিউস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে দলের পরে টি-টুয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো মাথিউস। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি তাঁর।
সোমবার দিন শ্রীলংকা ক্রিকেট বোর্ড ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অলরাউন্ডার থিসারা পেরেরাকে। এছাড়া দীর্ঘদিন পরে টি-টুয়েন্টি দলে ফিরেছেন দলের পেস সেনসেশন লাসিথ মালিঙ্গা।

মুলত এশিয়া কাপে দলীয় এবং ব্যক্তিগতভাবে ভাল পারফর্মেন্স না করার কারণেই ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি। এবার বাদ পড়লেন টি-টুয়েন্টির দল থেকেও।
এদিকে শ্রীলংকার হয়ে মালিঙ্গা সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন এক বছরেরও আগে। এরপরে কিছুদিন আগে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়েছিল তাঁর। সেখানে বাংলাদেশের বিপক্ষে চার উইকেট নিয়ে আবারও আলোচনায় এসেছিলেন তিনি।
তারপরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেট নেন ৩৫ বছর বয়সী মালিঙ্গা। আর তাই টি-টুয়েন্টি স্কোয়াডে তাঁকে জায়গা দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি লঙ্কান নির্বাচকদের।
টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা স্কোয়াডঃ- থিসারা পেরেরা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, দুসমন্থা চামিরা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লক্ষন সাদাকান।