promotional_ad

ফিক্সিং ইস্যুতে তাক লাগিয়ে দিল আল জাজিরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিং নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে জনপ্রিয় চ্যানেল আল জাজিরা। ডকুমেন্টারিটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া, অপরদিকে এই ডকুমেন্টারিকে ভিত্তিহীন বলছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড।


আলোচ্য এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে ২০১১-১২ সালের মধ্যে ১৫ টি আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের আলামত পাওয়া গেছে। ম্যাচগুলোতে অনিল মুনাওয়ার নামে একজন ভারতীয় বুকিকে দেখা গিয়েছে। 


উল্লেখ্য, বেশ কিছুদিন আগে আরেকটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল আল জাজিরা। সেখানে ২০১৬ সালের চেন্নাই টেস্ট এবং ২০১৭ সালের মার্চে অনুস্থিত হওয়া রঞ্চি টেস্টে স্পট ফিক্সিংয়ের আলামত দেখানো হয়, যাতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।



promotional_ad

সেই ভিডিওতেও অনিল মুনাওয়ারকে দেখা গিয়েছিল। আর তাই প্রথমবার গুরুত্ব কম দিলেও এবার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতি দমন ইউনিট তদন্তের জন্য এরই মাঝে উপযুক্ত প্রমাণও চেয়েছে আল জাজিরার কাছে।


এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যেকোনো প্রকার তদন্তকে সাধুবাদ জানানো হয়েছে। বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে তাঁরা। যদিও পুরো বিষয়টি মনে ধরেনি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের।


তাঁরা ইতিমধ্যেই তদন্ত করেছে এবং কোন ইংলিশ ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করতে পারেনি। আর তাই আল জাজিরার কাছে উপযুক্ত কোন প্রমাণ নেই বলেই মন্তব্য করেছে ইংল্যান্ড। 


এদিকে নতুন প্রকাশিত ভিডিওতে নিউজিল্যান্ডের একটি ম্যাচেও স্পট ফিক্সিংয়ের আলামত পাওয়া গিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের দ্বারপ্রান্তেও গিয়েছে আল জাজিরা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।



চমকপ্রদ তথ্য হচ্ছে, আল জাজিরার ১৫ ম্যাচের তালিকায় ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটিও রয়েছে। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল দুই উইকেটে, আর আল জাজিরার দাবি এই ম্যাচেও হয়েছিল স্পট ফিক্সিং। বিভিন্ন দেশের বোর্ড মতবাদ জানালেও এই বিষয়ে এখনো চুপচাপ রয়েছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball