ইমরুলের অনুপ্রেরণার উৎস মুশফিক

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের শুরুর দিকে সেভাবে রান পাননি মুশফিকুর রহিম। কিন্তু দিনের পর দিন পরিশ্রম আর একাগ্রতায় এক দারুণ উচ্চতায় পৌঁছেছেন তিনি। তাই মুশফিককেই আইডল মনে করেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস।
'আমি একটি ব্যাপার বিশ্বাস করি, কেউ যদি কঠোর পরিশ্রম করে, সে তার ফল পাবেই। আমি মুশফিককে দেখে অনেক কিছু শিখি। মুশফিক যেভাবে কষ্ট করে, ও কিন্তু কষ্ট করেই আজকের মুশফিকুর রহিম হয়েছে।

'আমি সবসময় এটা অনুসরণ করার চেষ্টা করি। বিশ্বাস করি যে কষ্ট করলে তার ফল পাওয়া যায়।'; জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে মিডিয়ার সামনে এমনটাই জানান ইমরুল।
উল্লেখ্য, গত এশিয়া কাপে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন ইমরুল। এশিয়া কাপে একটি ফিফটির পরে চলতি জিম্বাবুয়ে সিরিজে করলেন সেঞ্চুরি। এছাড়াও ২০১৫ বিশ্বকাপের পর থেকে নিয়মিতই রানের মধ্যে ছিলেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর ইনিংসের দুর্বলতা গুলো যেমন সহজেই চোখে পড়তো, এই মুহূর্তে তাঁর ইনিংসের দুর্বলতা খুঁজে পাওয়াই অনেকটা দুষ্কর। তবে এসবের পেছনে কাজ করেছে কায়েসের মনোবল। সাংবাদিকদের আরও জানান,
'আমার সঙ্গে অনেক ক্রিকেটারের একসঙ্গে অভিষেক হয়েছে, খেলেছে। তারা এখন দৃশ্যপটেও নেই। আমার কাছে মনে হয় যে দৃঢ়প্রতিজ্ঞা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আমার ক্যারিয়ারে এত দ্রুত শেষ হতে পারে না।
'আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি। যতদিন খেলব, জাতীয় দলে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখি। যেদিন হয়তো জাতীয় দলে খেলার চান্স থাকবে না, নিজেই বলব থ্যাংক ইউ।'