promotional_ad

বোলারদের কাঠগড়ায় দাঁড় করালেন মাসাকাদজা

হ্যামিল্টন মাসাকাদজা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ২৮ রানের ব্যবধানে হারের পর জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা দলের বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন শেষের দিকে একটু ভালো বোলিং করলে এত বড় লক্ষ্য তাড়া করতে হত না। তাছাড়া দলের ব্যাটসম্যানদের পারফর্মেন্সে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।


"আমরা যদি শেষের দিকে কিছুটা ভালো বোলিং করতাম, তবে আমাদের এত রান তাড়া করতে হত না। আমরা ব্যাটিংয়ে জয়ী হয়েছি। কিন্তু বোলিংয়ে অনেক বড় ব্যবধানে হেরেছি।"


promotional_ad

শেষ ১০ ওভারে বাংলাদেশ দল ৮৫ রান তুলেছে। শেষের দিকে ইমরুল কায়েস ও সাইফুদ্দিন জিম্বাবুয়ের বোলারদের তুলোধোনা করেছেন। তবে বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানের মধ্যে দলের ৭ ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও দলকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন শেন উইলিয়ামস ও জার্ভিস।


জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা জানিয়েছেন তিনি চিন্তাই করেননি লক্ষ্যের এত কাছে যেতে পারবে তাঁর দল। দলের হারের পেছনে তিনি দায়ী করেছেন শেষ ১০ ওভারের বাজে বোলিংকে।


"ছেলেরা শেষের দিকে দারুণ খেলে আমাদের অনেক কাছে নিয়ে গিয়েছিল। আমি সত্যিই চিন্তা করিনি এই অবস্থানে আসবো। আমরা হেরেছি শেষ ১০ ওভার বাজে বোলিংয়ের জন্য (প্রথম ইনিংসে), সত্যিই এটা আমাদের পেছনে ফেলে দিয়েছে।"


ম্যাচের বেশ কয়েকটি টার্নিং পয়েন্ট ছিল। এগুলো জিম্বাবুয়ের পক্ষে গেলে ম্যাচের চিত্র অন্যরকম হত বলে বিশ্বাস মাসাকাদজার।


"বিস্তারিত বিশ্লেষণ করলে দেখা যায় আমরা সত্যি ভালো খেলেছি। কিন্তু এই খেলায় বেশ কয়েকটি টার্নিং পয়েন্ট ছিল। এগুলো যদি আমাদের পক্ষে আসতো তবে খেলাটি ভিন্ন রকম হত।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball