জারভিস বদলে দিল ম্যাচের সমীকরণ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশঃ ১৪১/৬
ইমরুল ৭৪*, সাইফুদ্দিন ০
কাইল জারভিস ৩/১৫
হিট অ্যান্ড মিসঃ নয় মাস পর ঘরের মাঠে ফিরে লিটন দাস ও ইমরুল কায়েসের নতুন ওপেনিং জুটিকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দুই ওপেনারের জন্যই দারুন সুযোগ ছিল, বড় কিছু করার। কিন্তু ইনিংসের শুরুতে দুই ব্যাটসম্যানই বড় শটের সন্ধানে ছিলেন।
সন্তোষজনক সূচনা করতে ব্যর্থ হন ইমরুল ও লিটন। প্রথম পাঁচ ওভারেই রান আউটের সুযোগ দিয়েছিলেন সফরকারীদের। ক্যাচ তুলেছিলেন লিটন, রক্ষা পেয়েছেন অল্পের জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ষষ্ঠ ওভারে টেন্ডাই চাতারাকে মিড অফের ওপর দিয়ে ৩০ গজ ছাড়া করতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। লেন্থ বলকে স্টেপ আউট করে বাউন্ডারি আদায় করে নিতে চেয়েছিলেন তিনি। টাইমিংয়ের গড়বড় বিপদ ডেকে আনে লিটনের।
রাব্বির তিক্ত অভিষেকঃ লিটনের বিদায়ে তিন নম্বরে কঠিন পরীক্ষা দিতে নামে অভিষিক্ত ফজলে রাব্বি। পরীক্ষাটা আরও কঠিন করে তুলেন লাইন লেন্থ খুঁজে পাওয়া চাতারা। লিটনকে ষষ্ঠ ওভারে বিদায় করে একই ওভারে ব্যাক অব অ্যা লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলে কিপার টেইলরের হাতে শুন্য রানে ধরা পড়েন তিনি। এক ওভারে ডাবল স্ট্রাইকে বাংলাদেশকে ১৭ রানে দুই উইকেটের দলে পরিনত করে ছাড়েন চাতারা।
অসময়ে উইকেটের পতনঃ ইমরুল ও মুশফিকের জুটি ফুলে ফেঁপে উঠছিল, ঠিক তখনই বড় ধাক্কা খায় বাংলাদেশ। সময়ে ইনফর্ম মুশফিককের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তরুণ লেগি ব্র্যান্ডন মাভুটার লেগ সাইডের নিরীহ বলে ব্যাট ছুঁইয়ে আউট হন নিয়ন্ত্রিত ইনিংস খেলতে থাকা মুশফিক। ২০ বলে ১৫ রান করে ইনিংসের ১৫তম ওভারে দলীয় ৬৬ রানে আউট হন তিনি।
ইমরুলের ফিফটিঃ মুশফিক ফিরলেও ইনিংসের ২০তম ওভারে ব্যক্তিগত অর্ধশত পূর্ণ করেন ইমরুল কায়েস। ৫টি চার ১টি ছয়ে অর্ধশত পূর্ণ করেন তিনি।
জারভিসের ম্যাচ ঘুরানো স্পেলঃ মুশফিকের বিদায়ে মিথুনকে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন ইমরুল কায়েস। জুটি গড়ে বাজে বলকে শাসন করে বাংলাদেশকে সঠিক পথে ফেরান ইমরুল। উইকেটে কিছু সময় কাটিয়ে স্পিনাদের ওপর চড়াও হন মিথুন। কিন্তু বোলিং বদলে উইকেট আদায় করে নেন জিম্বাবুয়ের অধিনায়ক। জারভিসের ক্রস সিম ডেলিভারিকে থার্ড ম্যানে খেলতে গিয়ে কট বিহাইন্ড হন ৩৭ রান করা মিথুন।
উইকেটে জমে যাওয়া মিথুনের বিদায়ের পর অভিজ্ঞ রিয়াদের ব্যাটেই চেয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ২৮ ওভারে মিথুনকে ফিরিয়ে নিখুঁত লাইন লেন্থে রিয়াদকেও শুন্য রানে আউট করেন জিম্বাবুয়ের এই ফ্রন্ট লাইন পেসার।
একই স্পেলের পরের ওভারে এসে ফিফথ স্ট্যাম্পে বল করে ফাঁদে ফেলেন সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজকে। অন্য প্রান্তে ৭৩ রানে অপরাজিত ইমরুল সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।