লিটন ও ইমরুলের দারুণ সূচনা

ছবি: ইমরুল ও লিটন

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আর মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
ইমরুল ও লিটনের দারুণ সূচনা-
ব্যাটিং করতে নেমে কাইল জার্ভিসের করা প্রথম ওভারটি দেখে শুনে খেলে পরের ওভার থেকে হাত খুলে খেলা শুরু করেন ওপেনার ইমরুল। টেন্ডাই চাতারার করা সেই ওভারের চতুর্থ বলে দারুণ একটি কাভার ড্রাইভে বল সীমানা ছাড়া করেন তিনি। সেই ওভার থেকে দুই ওপেনার মিলে ৫ রান নিয়েছেন। আর ওয়াইড থেকে এসেছে একটি অতিরিক্ত রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে বিনা উইকেটে ৭ রান। লিটন ২ এবং ইমরুল ৫ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন।
উল্লেখ্য আজ বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ফজলে রাব্বির। এছাড়া একাদশে রুবেল হোসেনের পরিবর্তে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।